স্থগিত ইউপি ও উপনির্বাচনের বিষয়ে জানা যাবে বুধবার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মে ১৫, ২০২১ স্টাফ রিপোর্টার : শূন্য হওয়া সংসদীয় আসনের উপনির্বাচন এবং করোনার কারণে স্থগিত হওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ বেশ কয়েকটি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শিগগিরই। এসব নির্বাচনের বিষয়ে বুধবার (১৯ মে) কমিশন বৈঠকে বসছে ইসি। বিকেল ৩টায় রাজধানীর নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করবেন। তবে এর আগের বৈঠক অনুযায়ী মহামারি করোনাভাইরাসের মধ্যেই নির্বাচন আয়োজন করার পক্ষে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ মে অনুষ্ঠিত বৈঠকে এই ধরনের মতামত দেন তারা। তবে সেদিন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমরা সব নির্বাচন কন্টিনিউ করবো। আমাদেরকে নির্বাচন করতেই হবে। লক্ষ্মীপুর-২ ও সিলেট-৩২ আসনে সিইসির ক্ষমতার পরবর্তী ৯০ দিনও পার হয়ে গেছে। আমরা চাচ্ছি- কমিশন একমত হলে এসব নির্বাচনগুলো সম্পন্ন করে ফেলব। তিনি বলেন, ১৯ মে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভায় ৪-৫টা এজেন্ডা আছে। ৩৭১টি ইউপি নির্বাচনসহ যেসব নির্বাচন ১১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোতে নির্বাচন হবে। এগুলো ১৯ তারিখে সিদ্ধান্ত হবে। ইসির উপসচিব (সংস্থাপন) মোহাম্মদ এনামুল হত স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, আসন্ন কমিশন সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- লক্ষ্মীপুর-২ আসনের স্থগিত নির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন; সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচন; ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন এবং পৌরসভাসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। আর বৈঠকে লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা নির্বাচনের তদন্ত প্রতিবেদন উত্থাপন করা হবে। Share this:FacebookX Related posts: ৩টি আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা ঢাকা দক্ষিণে সাত মেয়র প্রার্থীই বৈধ ঢাকা সিটি করপোরেশন নির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী আ’লীগ প্রার্থীরা গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০ আসনের উপনির্বাচন ২১ মার্চ চট্টগ্রাম সিটি-যশোর-বগুড়ায় ভোট ২৯ মার্চ পাবনা-৪ সংসদীয় আসন শূন্য ঘোষণা মোহাম্মদ নাসিমের আসন শূন্য ঘোষণা ঈদ কবে জানা যাবে মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী আগামীতে নৌকার মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের ইভিএম এ কারচুপির সুযোগ নাই, আস্থা রাখুন : সিইসি বুধবার প্রথম টিকা পাবেন একজন নার্স ৬২ পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন যারা SHARES Matched Content জাতীয় বিষয়: উপনির্বাচনেরজানা যাবেবিষয়েবুধবারস্থগিত ইউপি