নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩ অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ ছড়ানোর বিষয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার দিবাগত মধ্য রাতে মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে জানানো হয়, ‘ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বেরিয়ে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।’ এছাড়াও যেকোনো বিষয়ে তিতাস গ্যাসের হটলাইন ১৬৪৯৬ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তারা। এর আগে সোমবার রাত ১০টার পর থেকে রাজধানীর মগবাজার, ইস্কাটন, খিলগাঁও, রামপুরা ও মহাখালীসহ বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের কাছে গ্যাস লিকেজ ও গ্যাসের প্রচণ্ড গন্ধ ছড়ানোর বিষয়ে অসংখ্য ফোন আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১০টার পর থেকে রাজধানীর খিলগাঁও রামপুরাসহ বলতে গেলে সারা রাজধানী থেকে আমাদের কাছে গ্যাস লিকেজের ফোন আসছে। এসব ফোন পাওয়ার পর আমাদের দুটি টিম রাজধানীর বিভিন্ন জায়গায় লিকেজের বিষয়টি দেখতে যায়। আমাদের টিম প্রাথমিক ভাবে জানতে পারে গ্যাসের অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন জায়গায় লিকেজ হচ্ছে। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। Share this:FacebookX Related posts: প্রতি উপজেলায় দিনে ১০-২০টি পরীক্ষার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পরামর্শ চাইলে দেয়া হবে : মন্ত্রিপরিষদ সচিব করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর কোনো পক্ষ না নিয়ে ডিসি-এসপিদের কাজ করার পরামর্শ সিইসির মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর থার্টিফার্স্ট ঘিরে কঠোর প্রশাসন পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৪৩ করোনাকালীন নির্দেশনা মানার সময় হয়েছে আবার : প্রধানমন্ত্রী ৫ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল যাদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হলো SHARES Matched Content জাতীয় বিষয়: আতঙ্কিততিতাসেরনগরবাসীকেনা হওয়ারপরামর্শ