ঢাকায় স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৩

অনলাইন ডেস্ক : টানা দাবদাহের তীব্র গরম শেষে রাজধানী ঢাকায় শুক্রবার বিকেলে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ আশপাশের কয়েকটি জেলায় কালবৈশাখী শুরু হয়েছে।

জানা যায়, মালিবাগ, মুগদা, বাসাবো, রামপুরা, হাতিরঝিল ও বাড্ডাসহ বেশ কিছু এলাকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে স্বস্তি নেমে এসেছে রাজধানীবাসীর জীবনে।

এদিন দুপুরের পর থেকেই দেখা যায় মেঘের ঘনঘটা রাজধানীর বিভিন্ন এলাকায়। বিকেলের দিকে শুরু হয় বাতাস। সাড়ে ৫টার দিকে ঢাকার কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকে।

এদিকে টানা কয়েকদিনের তাপদাহের পর বৃষ্টিতে অনেককেই ভিজতে দেখা গেছে। বিশেষ করে পাড়া-মহল্লার শিশুরা আনন্দে ছোটাছুটি করতে থাকে। জুরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ কিছুটা ভোগান্তিতে পড়লেও স্বস্তি দেখা যায় সবার মনে।

এর আগে সকাল ৯টার দিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।