ঢাকায় স্বস্তির বৃষ্টি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৩ অনলাইন ডেস্ক : টানা দাবদাহের তীব্র গরম শেষে রাজধানী ঢাকায় শুক্রবার বিকেলে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ আশপাশের কয়েকটি জেলায় কালবৈশাখী শুরু হয়েছে। জানা যায়, মালিবাগ, মুগদা, বাসাবো, রামপুরা, হাতিরঝিল ও বাড্ডাসহ বেশ কিছু এলাকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে স্বস্তি নেমে এসেছে রাজধানীবাসীর জীবনে। এদিন দুপুরের পর থেকেই দেখা যায় মেঘের ঘনঘটা রাজধানীর বিভিন্ন এলাকায়। বিকেলের দিকে শুরু হয় বাতাস। সাড়ে ৫টার দিকে ঢাকার কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকে। এদিকে টানা কয়েকদিনের তাপদাহের পর বৃষ্টিতে অনেককেই ভিজতে দেখা গেছে। বিশেষ করে পাড়া-মহল্লার শিশুরা আনন্দে ছোটাছুটি করতে থাকে। জুরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ কিছুটা ভোগান্তিতে পড়লেও স্বস্তি দেখা যায় সবার মনে। এর আগে সকাল ৯টার দিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। Share this:FacebookX Related posts: স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা মুজিবীয় আদর্শে বাংলাদেশকে গড়ে তোলা হবে করোনাভাইরাস : প্রধানমন্ত্রীর পাঁচ নির্দেশনা সিনেমা হল খোলার সিদ্ধান্ত ১৫ সেপ্টেম্বরের পর: তথ্যমন্ত্রী এনআইডি জালিয়াতি: ডা. সাবরিনার বিরুদ্ধে মামলা করছে ইসি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রাহাত খান সরকারি তথ্য কেন্দ্রীয় ডাটা সেন্টারে রাখা বাধ্যতামূলক আবার সংশোধন, টাকা বাড়ানোর এ ধারা বন্ধ করুন : প্রধানমন্ত্রী নারীদের এগোতে না দিলে সমাজ খুঁড়িয়ে চলবে বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল ভ্যাকসিন নিয়ে হতাশা কেটে যাবে: শারফুদ্দিন আহমেদ উজবেকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন চায় বাংলাদেশ SHARES Matched Content জাতীয় বিষয়: ঢাকায় স্বস্তির বৃষ্টি