দেশের মানুষের গড় আয়ু কমল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩ অনলাইন ডেস্ক ; আগের তুলনায় কমেছে দেশের মানুষের গড় আয়ু। এই প্রথমবার বাংলাদেশে মানুষের গড় আয়ু কমল। সর্বশেষ তথ্যানুযায়ী, এখন দেশে একজন মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। যা আগে ছিল ৭২ দশমিক ৮ বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১–এর ফল প্রকাশিত হয়। বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৬ বছর; আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রকল্প পরিচালক আলমগীর হোসেন রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করেন। তিনি বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের (করোনাভাইরাস) কারণে কমতে পারে বলে তিনি মন্তব্য করেন। জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৪ লাখ এবং নারী ৮ কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ। Share this:FacebookX Related posts: বৃষ্টি থামলেই ফের হাড় কাঁপানো শীত! কাউন্সিলরপ্রার্থীদের হুমকি, লিখিত অভিযোগ দিলেন ইশরাক মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ, নতুন ৬৯ লাখ ৭১ হাজার করোনা মোকাবিলায় বিশেষজ্ঞ দল পাঠাতে চায় চীন আমরা এগিয়ে যাচ্ছিলাম, করোনা আমাদের পিছিয়ে দিয়েছে: রেলমন্ত্রী আম্পানে ১১০০ কোটি টাকা ক্ষতি: প্রতিমন্ত্রী পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশের বিল চূড়ান্ত কারাগারে বন্দির সংখ্যা ৮২ হাজার ৬৫৪ জন ক্রেতা-বিক্রেতার প্রতি যে আহ্বান জানালেন আইজিপি জরুরি ব্যবহারের অনুমোদন পেল রাশিয়ার টিকা খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন পদ্মা সেতু নির্মাণে জড়িত সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: 'দেশের মানুষেরগড় আয়ু কমল