কারাগারে বন্দির সংখ্যা ৮২ হাজার ৬৫৪ জন

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে ৮২ হাজার ৬৫৪ জন বন্দি আটক আছে। তাদের মধ্যে পুরুষ ৭৯ হাজার ৪৫৪ ও নারী তিন হাজার ২০০ জন।’
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জাতীয় সংসদে নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে এতথ্য জানান তিনি।

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দীদারুল আলমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় জনসংখ্যা অনুপাতে পুলিশের সদস্য সংখ্যা যথেষ্ট নয়। এই দুই নগরীতে জনবল বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট জেলা/ইউনিট থেকে প্রস্তাব পাওয়া গেলে প্রয়োজনীয়তার নিরিখে বিষয়টি বিবেচনা করা হবে।

বর্তমান সরকারের বিগত দুই মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বিভিন্ন পদবির মোট নয় হাজার ৪৫৬টি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বিভিন্ন পদবির দুই হাজার ১৩১টি নতুন পদ সৃজন করা হয়েছে।