দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫ কিলোমিটার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : পদ্মা সেতুতে ৩৩ তম স্প্যান বসানোর মধ্যে দিয়ে প্রায় ৫ কিলোমিটার (৪ হাজার ৯৫০ মিটার) অংশ দৃশ্যমান হয়েছে।সোমবার বেলা ১২টার দিকে সেতুর মাওয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর পিলারের ওপর স্প্যান ১-সি বসানো হয়। সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এ তথ্য জানান। ৩২ তম স্প্যান বসানোর ৮ দিনের মাথায় বসলো এ স্প্যানটি। এর আগে সোমবার সকাল সোয়া ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি নিয়ে সেতুর উদ্দেশে রওনা দেয় পৃথিবীর সবচয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই। প্রায় ৩০ মিনিট পর কাঙ্ক্ষিত পিয়ারের (৩ ও ৪ নম্বর পিলার) কাছে পৌঁছে ৩ হাজার ৬০০ টন সক্ষমতার ক্রেনটি। এরপর ক্রেন নোঙর করে পিয়ারে স্প্যান উঠানোর কার্যক্রম শুরু হয়। অন্যদিকে, পদ্মাসেতুতে ৩৩ তম স্প্যান বসানোর পর বাকি রয়েছে ৮টি স্প্যান বসানোর কাজ। সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ অক্টোবর পিয়ার (২টি পিলার মিলে ১টি পিয়ার) ৭ ও ৮ নম্বরের ওপর ৩৪ তম স্প্যান (স্প্যান ২-এ), ৩০ অক্টোবর পিয়ার ৮ ও ৯ নম্বরের ওপর ৩৫ তম স্প্যান (স্প্যান ২-বি), ০৪ নভেম্বর পিয়ার ২ ও ৩ নম্বরে ৩৬ তম স্প্যান (স্প্যান ১-বি), ১১ নভেম্বর পিয়ার ৯ ও ১০ নম্বরে ৩৭ তম স্প্যান (স্প্যান ২-সি), ১৬ নভেম্বর পিয়ার ১ ও ২ নম্বরে ৩৮ তম স্প্যান (স্প্যান ১-এ), ২৩ নভেম্বর পিয়ার ১০ ও ১১ নম্বরে ৩৯ তম স্প্যান (স্প্যান ২-ডি), ০২ ডিসেম্বর পিয়ার ১১ ও ১২ নম্বরে ৪০ তম স্প্যান (স্প্যান ২-ই) ও ১০ ডিসেম্বর সর্বশেষ ৪১ নম্বর স্প্যান (স্প্যান ২-এফ) বসবে ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। Share this:FacebookX Related posts: দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩৭৫০ মিটার রাজধানীতে কোনো ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আজ চন্দ্রগ্রহণ, জেনে নিন কখন এবার সদরঘাটে লঞ্চের ধাক্কায় ডুবল নৌকা, যাত্রী নিখোঁজ রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ যেসব শর্তে ঈদে ১০ কেজি করে চাল পাবে এক কোটি পরিবার অনলাইনে বিশ্ব নদী দিবস পালন বিজয় দিবসের আগেই রাজাকারের আংশিক তালিকা ডিএমপির সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৪ কর্মকর্তার বদলি নারীনেত্রী আয়েশা খানম আর নেই আওয়ামী লীগ সবসময়ই দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় SHARES Matched Content জাতীয় বিষয়: দৃশ্যমান হলোপদ্মা সেতুর ৫ কিলোমিটার