‘আওয়ামী লীগ অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক’

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। সে লক্ষ্যে দেশ বিনির্মাণের কাজ চলছে।’

শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, ‘হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁক ডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনি হাঁক ডাক করছে।’

জামায়াত ও হেফাজত প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ও হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার প্রশ্ন তোলা অবান্তর।’

বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘সারা বিশ্বে বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে সে হারে আমাদের দেশে বাড়ানো হয়নি।’

পরে মন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন।