২৮ নভেম্বর এসএসসির ফল প্রকাশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২২ অনলাইন ডেস্ক : আগামী ২৮ নভেম্বর প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর চলতি বছরের এসএসসির ফল প্রকাশ করা হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিতে পারবেন, এজন্য সেদিন ফল প্রকাশ করা হবে। প্রতি বছর প্রধানমন্ত্রী পাবলিক পরীক্ষার ফল প্রকাশের কাজটি উদ্বোধন করেন। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিলো। এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন পরীক্ষার্থী ছিলো ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এতে অংশ নেয়। Share this:FacebookX Related posts: এবার এসএসসিতে প্রশ্ন ফাঁস হবে না, বললেন শিক্ষামন্ত্রী ‘করোনা পরিস্থিতি অনুকূলে না এলে এইচএসসি পরীক্ষা নয়’ ‘প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পাবলিক পরীক্ষা নেয়া হবে’ চলতি মাসেই প্রাথমিকে শিক্ষক বদলি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ছাড়ের নির্দেশনা আসছে মঙ্গলবার এইচএসসির ফল নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বৃহস্পতিবার ১৮ জানুয়ারির পর এইচএসসির ফল : মন্ত্রিপরিষদ সচিব যেভাবে পাওয়া যাবে এইচএসসির ফল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩০ জুন পর্যন্ত প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী ক্যাম্পাসের বাইরে সহিংসতার দায় নেবে না শাবিপ্রবি শিক্ষার্থীরা SHARES Matched Content জাতীয় বিষয়: ২৮ নভেম্বরএসএসসির ফল প্রকাশ