ক্যাম্পাসের বাইরে সহিংসতার দায় নেবে না শাবিপ্রবি শিক্ষার্থীরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২ অনলাইন ডেস্ক : উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়ে ক্যাম্পাসের বাইরে আয়োজিত কোনো কর্মসূচিতে সহিংসতা হলে তার দায় নেবে না বলে জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। রবিবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম মুখপাত্র সাদিয়া আফরিন বলেন, ‘গত ১৪ জানুয়ারি থেকে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে যা এখনো চলমান। দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ আমাদের এই যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সে জন্য তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই।’ সাদিয়া বলেন, ‘আমাদের এই দাবি খুবই সাধারণ এবং এক দফা। আমাদের এই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যদি তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে চায় এবং সহিংসতায় জড়ায়, তবে তার দায়ভার কোনোভাবেই আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা নেবে না।’ তিনি বলেন, ‘আমরা আবারও বলতে চাই- এটা শুরু থেকে এখন পর্যন্ত শুধু শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যা সম্পূর্ণ অরাজনৈতিক এবং অহিংস।’ গত ১৩ জানুয়ারি রাত থেকে শুরু প্রভোস্ট বিরোধী আন্দোলনে গত ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি উঠে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। Share this:FacebookX Related posts: চলতি বছরে কার্যকর হচ্ছে জিপিএ-৪ প্রাথমিক সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করোনাভাইরাস নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের জরুরি নির্দেশনা যেভাবে প্রকাশ করা হবে এসএসসির ফল শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পরামর্শ চাইলে দেয়া হবে : মন্ত্রিপরিষদ সচিব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে ডিসেম্বরে হচ্ছে না এইচএসসির ফল প্রকাশ! ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আভাস শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানালেন প্রধানমন্ত্রী রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৬ আগস্ট ‘করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে’ আবারও বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি SHARES Matched Content জাতীয় বিষয়: ক্যাম্পাসের বাইরেশাবিপ্রবি শিক্ষার্থীরাসহিংসতার দায় নেবে না