মর্টার শেল নিক্ষেপের বিষয়টি প্রয়োজনে জাতিসংঘে জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। সীমান্তে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা হবে। প্রয়োজনে অভিযোগ জানানো হবে জাতিসংঘে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম কোনার পাড়া সীমান্তে মিয়ানমারের ছোড়া ৪টি মর্টার শেলের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন রোহিঙ্গা শিশুসহ ৬ জন।। এ ঘটনার পর ঘুমধুম সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রসঙ্গত, প্রায় এক মাস ধরে সীমান্তে উত্তেজনা চলছে। ওপারে মিয়ানমার থেকে মর্টার শেলসহ নানা ভারী অস্ত্রের আওয়াজে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু ও বাইশপারী এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। গত ২৮ আগস্ট তমব্রু উত্তরপাড়ায় এসে পড়েছে একটি অবিস্ফোরিত মর্টার শেল। সেদিনই সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়। এর আগে, গত ৩ সেপ্টেম্বর মিয়ানমারের দুটি যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ছোড়া দুটি গোলা ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় পড়ে। সেগুলো অবিস্ফোরিত থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। Share this:FacebookX Related posts: মাতৃভাষা দিবসে বিশেষ নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ড শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুতে দোষীকে শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী নৌ-দুর্ঘটনা আগের চেয়ে কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী রোজিনার বিষয়টি সাধ্যমতো দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডির কার্যক্রম আগারগাঁও থেকেই: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ হবে বিশ্বমানের: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী আইন মেনেই হাজী সেলিম বিদেশ গেছেন-আসছেন : স্বরাষ্ট্রমন্ত্রী ‘সীতাকুণ্ডের ঘটনায় কারো গাফিলতি থাকলে ব্যবস্থা’-স্বরাষ্ট্রমন্ত্রী দেশে সাইবার ক্রাইম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: 'প্রয়োজনেজাতিসংঘেজানানো হবেনিক্ষেপেরবিষয়টিমর্টার শেলস্বরাষ্ট্রমন্ত্রী