৩ অক্টোবরের পরে দেশে টিকার প্রথম ডোজ বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : আগামী ৩ অক্টোবরের পরে দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘কারণ অনেক টিকার মেয়াদোত্তীর্ণ তারিখ শেষ হয়ে যাবে, টিকা থাকবে না হয়তো।’ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড ১৯ ভ্যাকসিন কার্যক্রম সংক্রান্ত জাতীয় কর্মশালায় তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘৩ অক্টোবর থেকে প্রথম ডোজ দিতে পারবো না, দ্বিতীয় ডোজ দেওয়াও কষ্ট হয়ে যাবে। ১১ অক্টোবর থেকে জেলা উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে।’ যারা টিকার প্রথম, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ নেননি, তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা যেন দ্রুত টিকা নিয়ে নেন। ২৮ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন শুরু হবে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। তারপরও টিকা কার্যক্রম চলবে। একটা থ্রাস্ট হিসেবে এই ক্যাম্পেইন চালানো হবে।’ এসময় মন্ত্রী জানান, প্রথম ডোজ নেয়নি প্রায় ৩৩ লাখ মানুষ, দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় ৯৪ লাখ মানুষ। পাশাপাশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে প্রায় ৪ কোটি মানুষকে। মন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণ না করতে পারলে পৃথিবীর কী অবস্থা হয়, তা আপনার দেখেছেন। করোনা নিয়ন্ত্রণে না থাকলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এখন টিকা দেওয়া হচ্ছে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। করোনা বেড়ে গেলে অর্থনীতিতে প্রভাব পড়বে। আমাদের শিল্প কারখানায়, চলাচলে প্রভাব পড়বে।’ করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের সচেতন থাকতে হবে। মাস্ক পরা আমরা ভুলে গেছি, মাস্ক পরতে হবে।’ Share this:FacebookX Related posts: দেশে ১৪ কোটি ভ্যাকসিন রাখার ব্যবস্থা আছে : স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারের ফি আদায়ে নীতিমালা প্রণয়ন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী মার্চের শেষ সপ্তাহে আকস্মিক বন্যার শঙ্কা দেশে ঢাকা-নারায়ণগঞ্জের লকডাউন আরও জোরদার করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী দেশে নতুন করে করোনা আক্রান্ত ৫৫২, পাঁচজনের মৃত্যু দোকান-মার্কেট খুললে করোনা সংক্রমণ বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড কোভিড-১৯ চিকিৎসায় সঠিক অবস্থানে রয়েছি: স্বাস্থ্যমন্ত্রী অন্যান্য দেশ করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও পাবে : স্বাস্থ্যমন্ত্রী সরকারের ব্যর্থতায় দেশে ধর্ষণের উৎসব : ফখরুল এসকে সিনহাকে দেশে ফিরিয়ে আনতে চায় দুদক টিকার কোনো অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ৩ অক্টোবরের পরেটিকারদেশেপ্রথম ডোজবন্ধ!স্বাস্থ্যমন্ত্রী