চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২ অনলাইন ডেস্ক : চা-শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা। এছাড়া আনুপাতিক হারে অন্যান্য ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস শনিবার বিকেলে এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-শ্রমিকদের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, অন্যান্য সুবিধা মিলিয়ে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা পাবেন চা শ্রমিকরা। রোববার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ড. আহমদ কায়কাউস জানান, শিগগিরই ভিডিও কনফারেন্সে চা-শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। এর আগে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাগান মালিকদের বৈঠক হয়। সেখানে ১৩ জন মালিক অংশ নেন। এদিকে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলার ২৪১টি চা বাগানের শ্রমিকরা। প্রথমে ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন তারা। এরপর ১৩ আগস্ট থেকে চা শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন। স্থানীয়ভাবে সমঝোতায় শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা করা হয়। পরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক হয় কয়েক দফা। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। জ্বলছে না চুলা: এদিকে আন্দোলনের কারণে শ্রমিকদের ঘরে চুলা আর জ্বলছে না। বাগান কর্তৃপক্ষ বর্তমান হারে রেশন দিতে চাইলেও আন্দোলনরত শ্রমিকরা রেশন গ্রহণ করেননি। এমনকি দৈনিক মজুরির টাকাও তারা নিচ্ছেন না। ফলে অনেক পরিবারে খাবারের সংকট দেখা দিয়েছে। খেয়ে না খেয়ে আন্দোলন করছেন শ্রমিকরা। Share this:FacebookX Related posts: সর্বশেষ অবস্থা: নানকের হার্টে রিং পরানো হয়েছে ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ করুন : প্রধানমন্ত্রী দেশে করোনায় নতুন মৃত্যু ২১, শনাক্ত ১১৬৬ ওসি প্রদীপসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদে কারাফটকে তদন্ত টিম গত ২৪ ঘণ্টায় সাড়ে ১২ হাজার নমুনা পরীক্ষা শিপ্রার মামলা নেয়নি কক্সবাজার সদর থানা রাশিয়া ও চীনের ভ্যাকসিন সরাসরি আনবে সরকার মহান মে দিবস আজ রাজধানীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ খালেদা জিয়াকে বিদেশে নিতে কোনো আবেদন করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো দুর্যোগ মোকাবিলায় বিএনপির প্রচেষ্টা জনগণ দেখেনি: কাদের ৪৪তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ SHARES Matched Content জাতীয় বিষয়: চা শ্রমিকদেরদৈনিক মজুরি ১৭০ টাকা