পদ্মা সেতু ঘিরে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক অঞ্চল: প্রধানমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুন ২২, ২০২২ অনলাইন ডেস্ক : পদ্মা সেতুকে ঘিরে নতুন অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জায়গা খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়াটা আমি পেয়েছিলাম, সেটাই কিন্তু আমার সাহস আর শক্তি। মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল। তাদেরই সাহসে এই পদ্মা সেতু আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়ার পর শত প্রতিকূলতার মধ্যেও তা বাস্তবায়নের কঠিন যাত্রায় সঙ্গে থাকায় দেশের মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পরে ওই অঞ্চলে দেশি-দেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং দেশের শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে। পদ্মা সেতু এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগের একটা বড় লিংক। তাই আঞ্চলিক বাণিজ্যে এই সেতুর ভূমিকা অপরিসীম। তাছাড়া পদ্মার দু’পারে পর্যটন শিল্পেরও ব্যাপক প্রসার ঘটবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৩০ হাজার ১৯৩ কোটি টাকায় নির্মিত এ সেতুতে এখন যান চলাচাল শুরুর অপেক্ষায় পুরো দেশ। Share this:FacebookX Related posts: নেপাল-ভুটান-আসামের সঙ্গে নৌ যোগাযোগ বাড়াতে চান প্রধানমন্ত্রী সুসংগঠিত দল সফলভাবে সরকার পরিচালনার জন্য সহায়ক : প্রধানমন্ত্রী ৪ দিনের সফরে ইতালি গেলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে লিখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন ২৫ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেতার টেলিভিশনে দেয়া প্রধানমন্ত্রী ভাষণের পূর্ণ বিববরণ দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী আবার সংশোধন, টাকা বাড়ানোর এ ধারা বন্ধ করুন : প্রধানমন্ত্রী বিদেশ যাওয়াদের বিষয়ে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শিশুরাও যেন চলচ্চিত্র থেকে শিখতে পারে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ক্ষমতায় এলে কৃষকদের কষ্ট থাকে না: প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: গড়ে উঠবেনতুন অর্থনৈতিক অঞ্চলপদ্মা সেতু ঘিরেপ্রধানমন্ত্রী