হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২২ সময় নিউজ ডেস্ক : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত (১১ জুন) ৩টা ২০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করলে দ্রুত তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত ২টা ৫৫ মিনিটে তাকে নিয়ে গুলশানের বাসা থেকে হাসপাতালের পথে রওনা দেওয়া হয়। পরে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রাত ৩টা ২০ মিনিটে চেয়ারপারসনকে ভর্তি করা হয়েছে।’ এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, কামরুজ্জামান রতন, এ বি এম আব্দুস সাত্তার, শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্য নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিতি ছিলেন বলে জানান শায়রুল কবির খান। পরে হাসপাতাল থেকে বের হয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাল থেকেই হৃদরোগের সমস্যা বোধ করেন। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকরা চেক করতে গিয়ে বিষয়টা টের পান। পরে রাত ২টার দিকে ডা. জাহিদের কাছে খবর পাই তাকে হাসপাতালে নিতে হবে। এখন পরীক্ষার পর সমস্যা কতখানি জটিল তা জানা যাবে।’ এদিকে চেয়ারপারসনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শনিবার (১১ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে যুবদলের শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি স্থগিত করেছেন দলটির মহাসচিব। Share this:FacebookX Related posts: খালেদাকে নিয়ে কথা বলার সময় আমাদের নেই : কাদের খালেদার জামিন আবেদনের ওপর শুনানি রবিবার ১৪ দিন শেষ হলেও খালেদা কোয়ারেনটাইনেই থাকবেন সম্রাটের শারীরিক অবস্থার অবনতি, ফের সিসিইউতে ‘বিএনপি সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক’ ‘ভারতের প্রধানমন্ত্রীও নির্বাচনী প্রচারণায় অংশ নেয়’ মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই, ক্লিন ইমেজের তাপস-আতিকুলই যথেষ্ট বিরোধীপক্ষ মিথ্যাচার করছে : আতিকুল বিএনপি খেটে খাওয়া মানুষের কথা ভাবে না: হাছান মাহমুদ ভোট দিয়েছে প্রশাসন, আর তাকিয়ে ছিল জনগণ : রুমিন ফারহানা হেফাজত আমির বাবুনগরী অসুস্থ, হাসপাতালে ভর্তি হালুয়াঘাটে আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার এর জানাজা সম্পন্ন SHARES Matched Content রাজনীতি বিষয়: খালেদাজিয়াসিসিইউতেহাসপাতালের