বাংলা নববর্ষে বাইরে কোনো অনুষ্ঠান করা যাবে না: প্রধানমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসকে (কভিড-১৯) খুবই সংক্রামক জানিয়ে দেশবাসীকে সন্তানদের নিয়ে বাসায় থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সোয়া ১০টায় করোনা পরিস্থিতি নিয়ে খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষে বাইরে কোনো অনুষ্ঠান করা যাবে না। সব অনুষ্ঠান বন্ধ করতে হবে। লোক সমাগম করা যাবে না। তবে ডিজিটাল মাধ্যমে বা নিজেরা পরিবার-পরিজন নিয়ে করতে পারেন। তিনি সতর্ক করে বলেন, করোনা এখন অনেক জেলায় সংক্রমিত হয়েছে। তাই জনসমাগমের বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ রোগটা বেশ সংক্রামক। কার শরীরে আছে, কার শরীরে ঢুকবে তা বোঝা কঠিন। এটাই ভাইরাসটির কঠিন দিক। তিনি বলেন, একটা অবাক কাণ্ড খেয়াল করবেন। একটা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্থবির। সারা বিশ্বের মানুষ ঘরে বন্দি। আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশবাসীকে বাঁচাতে আমরা সব কর্মসূচি বন্ধ করে দিয়েছি। আপনার সবাই বাসায় থাকবেন। ছেলে-মেয়েদের নিয়ে বাসায় থাকুন, নেহাত বাইরে যাওয়ার প্রয়োজন না হলে। এ সময় তিনি জানান, দেশে এখন পর্যন্ত ৮ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৮২ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩০ জন। অনেকে সুস্থ হয়েও উঠেছেন। এছাড়া করোনা প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। Share this:FacebookX Related posts: দক্ষতার পরিচয় দিচ্ছে পুলিশ বাহিনী: প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে ঘিরেই আমার সব কার্যক্রম-প্রধানমন্ত্রী কক্সবাজারের সাগর তীরে উঁচু স্থাপনা নির্মাণ করা যাবে না : প্রধানমন্ত্রী নারীরা সকল ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখছেন : প্রধানমন্ত্রী ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী করোনাকে সঙ্গী করেই জীবিকার জন্য কাজ চালু করতে হবে : প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখুন : প্রধানমন্ত্রী ভাদ্র মাসের বন্যার বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদের : প্রধানমন্ত্রী করোনাকালীন নির্দেশনা মানার সময় হয়েছে আবার : প্রধানমন্ত্রী ঢাকা থেকে পায়রাবন্দর পর্যন্ত রেললাইন নিয়ে যাব : প্রধানমন্ত্রী এবার ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: অনুষ্ঠান করা যাবে নাপ্রধানমন্ত্রীবাইরে কোনোবাংলা নববর্ষ