প্রধানমন্ত্রীর জন্মদিনে দেওয়া হলো সাড়ে ৬৭ লাখ টিকা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১ স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে রাজধানীসহ সারাদেশে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে টিকা দেওয়া হয়েছে।তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন। আর এক লাখ ৩৩ হাজার ৮৬৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে চীনের সিনোফার্মের টিকা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রথম ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন। আর নারী ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন রয়েছেন। অপরদিকে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৭১ হাজার ১৯৭ জন ও নারী ৬২ হাজার ৬৭২ জন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ ক্যাম্পেইন এবং নিয়মিত টিকাসহ মোট ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে টিকা দেওয়া হয়। এ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন চার কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭৫২ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা তিন কোটি ১৫ লাখ ছয় হাজার ১৭ জন। আর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা এক কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন। চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। Share this:FacebookX Related posts: পিইসি-জেএসসি-জেডিসির ফলাফল প্রধানমন্ত্রীর হাতে প্রযুক্তি ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিজিবি’র ১২ কোটি টাকা অনুদান: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জোনভিত্তিক’ লকডাউনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর আশুরার চেতনা ধারণ করে ন্যায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসেই ৬৬ হাজার পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহার সিনেমা হল নির্মাণে তহবিল গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর ফাদার পিশোতোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষকদের টিকা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর SHARES Matched Content জাতীয় বিষয়: জন্মদিনেদেওয়া হলোপ্রধানমন্ত্রীরসাড়ে ৬৭ লাখ টিকা