ফাদার পিশোতোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১ সময় সংবাদ ডেস্কঃমার্কিন মিশনারি ও নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার জেএস পিশোতোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি বলেছেন, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ফাদার পিশোতো জাতির কাছে ‘স্মরণীয়’ হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দীর্ঘ ২৩ বছর নটর ডেম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা ফাদার পিশোতো মৃত্যুর আগ পর্যন্ত নটর ডেম ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ছিলেন। বৃহস্পতিবার সকালে রামপুরায় নিজের বাসায় ৮৭ বছর বয়সী পিশোতোর মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকালে তার মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল নটর ডেম কলেজ ও ইউনিভার্সিটিতে। পরে সন্ধ্যায় নেওয়া হয় রমনা ক্যাথেড্রালে কফিন। শুক্রবার সকালে তেজগাঁও চার্চ প্রাঙ্গণে আনুষ্ঠানিকতা শেষে করা ফাদার পিশোতোর মরদেহ নেওয়া হয় গাজীপুরের জয়দেবপুরের পুবাইলে। সেখানেই তাকে সৎকার করার কথা রয়েছে। Share this:FacebookX Related posts: আয়েশা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক ব্যক্তিগত গাড়ি চালকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দিলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক আল্লামা আশরাফ আলী’র মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন পাঁচ বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪ বার্তা প্রতি উপজেলার দুজনের নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক দেখতে যাবার আগ্রহ প্রধানমন্ত্রীর ভাঙন রোধে নিয়মিত ক্যাপিটাল ড্রেজিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কোভিড সংকট মোকাবিলায় সমন্বিত রোডম্যাপ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর সৌমিত্রের মৃত্যুতে অভিনয় জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হলো SHARES Matched Content জাতীয় বিষয়: প্রধানমন্ত্রীরফাদার পিশোতোরমৃত্যুতেশোক