করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২১ নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৫ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৪৫১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ৫৫ হাজার ৩৮৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৩ জন। এছাড়া খুলনায় ৫৭, চট্টগ্রামে ৪৩, রাজশাহীতে ১৬, বরিশালে ৬, সিলেটে ৮, রংপুরে ১৭ এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৬ জন পুরুষ এবং ৯৫ জন নারী। এদের মধ্যে ১৮ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ হাজার ৫৫০ জন এবং নারী ৫ হাজার ৫৭৫ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। Share this:FacebookX Related posts: দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৮ করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী করোনায় সুস্থ রোগীর সংখ্যা লাখ ছাড়ালো করোনায় নতুন মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭৪ করোনায় শনাক্তের হার ২০ দশমিক ১৭ শতাংশ করোনায় সোয়া ১২ লাখ নমুনা পরীক্ষা করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও শনাক্ত করোনায় প্রাণ হারালেন ৯০ পুলিশ সদস্য SHARES Matched Content জাতীয় বিষয়: একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডকরোনায়