‘বঙ্গবন্ধু’ বায়োপিক মুক্তি পাচ্ছে এ বছরই : তথ্যমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১ স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ চলতি বছরেই মুক্তি পাবে। শনিবার (৩ জুলাই) সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় মন্ত্রী এ কথা বলেন। সংসদে বিল পাসের প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তোলার সময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বঙ্গন্ধুর বায়োপিক নিয়ে প্রশ্ন করেন। এ চলচ্চিত্রে কারা অভিনয় করছেন, তা জানতে চান বিএনপির হারুনুর রশীদ। অভিনয়শিল্পীরা ভারতীয় না বাংলাদেশের সেই প্রশ্নও করেন বিএনপির এ এমপি। এর আগে জাতীয় পার্টির ফিরোজ রশীদ তার যাচাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে মুঘল-এ-আজমসহ একাধিক আন্তর্জাতিক সিনেমার নাম উল্লেখ করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নিয়ে কেন ৫০ বছরে কোনো সিনেমা হলো না সেই প্রশ্ন তোলেন। জবাবে তথ্যমন্ত্রী বলেন, এই চলচ্চিত্রের সমস্ত মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ সব মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। যদিও এটা যৌথ প্রযোজনার ছবি। এ বছর চলচ্চিত্রটি মুক্তি পাবে। এটা একটি মাইলস্টোন চলচ্চিত্র হবে। ২০১৯ সালের মার্চে বাংলাদেশে ছবিটির দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কবলে তা পিছিয়ে চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে গড়িয়েছে। মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোঁরেগাও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্যধারণ করা হয়েছে। এর আগে জনমত যাচাই ও বাছাই প্রসস্তাবের আলোচনায় মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডে একটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এর কাজ এগিয়ে চলছে। বাংলাদেশেও কাজ হয়েছে। জানা গেছে, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ চলচ্চিত্রে ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল ছবিটির পরিচালক। Share this:FacebookX Related posts: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ খালেদা জিয়া প্যারোলের আবেদন করলে বিবেচনা করা হবে-তথ্যমন্ত্রী সম্প্রচারমাধ্যমকর্মীরা চাকরিগত সুরক্ষার আওতায় আসবেন : তথ্যমন্ত্রী করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াবেন না : তথ্যমন্ত্রী সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা: তথ্যমন্ত্রী বঙ্গবন্ধু বিস্ময়কর নেতৃত্বের একজন মহামানব : মোস্তাফা জব্বার ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তুলনাহীন: তথ্যমন্ত্রী চুক্তি অনুযায়ী যথাসময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ : তথ্যমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা হলে আমি হস্তক্ষেপ করি : তথ্যমন্ত্রী বাংলাদেশে আল জাজিরার অবস্থান তলানিতে: তথ্যমন্ত্রী ‘বঙ্গবন্ধু বাঙালি এবং জাতীয় জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে’ শেখ হাসিনার মাতৃ স্নেহেই চারবার রাষ্ট্রক্ষমতায় আ.লীগ : তথ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: এ বছরইতথ্যমন্ত্রীবঙ্গবন্ধুবায়োপিক মুক্তি পাচ্ছে