রাজধানী ঢাকা একেবারে ফাঁকা

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : একদিকে বিধিনিষেধ, আরেক দিকে বৃষ্টি। সবমিলিয়ে চলমান বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার একদমই ফাঁকা রাজধানী।অন্যদিকে, পাড়া-মহল্লার অলিগলিতে ভিড় সে তুলনায় কিছুটা বেশি। অনেকেই সকালে বের হয়েছেন নিত্য-প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে। বৃষ্টির কারণে মানুষকে খুব একটা জটলা বেঁধে থাকতে দেখা যায়নি।

এদিকে, রাস্তায় প্রথম দিনের তুলনায় আজ সকালে রিকশা ও ব্যক্তিগত গাড়ি একেবারেই কম চোখে পড়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবারের কড়াকড়ির কারণে অনেকেই বাইরে বের হননি। জরিমানা ও মামলার কারণে ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের উপস্থিতিও কম ছিল।

রাজধানীর বিভিন্ন এলাকার বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। তবে প্রধান সড়কের তুলনায় অলিগলিতে মানুষের চলাফেরা কিছুটা বেশি চোখে পড়েছে।

বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে আজও তল্লাশি করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে যেতে দেয়া হচ্ছে না। সকালের দিকে গণমাধ্যমসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের যানবাহন যাতায়াত করতে দেখা গেছে। পণ্যবাহী কিছু যান চলেছে। তবে সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কম।