কুবিতে পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীরা পাবে বাস সার্ভিস দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৬২ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ও কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সুপারিশে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ জেলা শহরে পৌঁছে দেয়ার জন্য বাসের ব্যবস্থা করতে আহ্বায়ক কমিটি করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছানোর জন্য ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে আহবায়ক করে একটি কমিটি করা হয়েছে। আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছানোর জন্য খুব দ্রুত মিটিং করব আমরা। কুমিল্লার বাইরে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের নিজস্ব বিভাগীয় শহরে পৌঁছে দেয়ার জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। এছাড়াও, ইউজিসির ডাইজেস্টার রিকভারি গাইডলাইন প্রণয়ন ও অনলাইন পরীক্ষা নেওয়ার বিষয়ে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৬১ তম একাডেমিক কাউন্সিলে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের শুধু মৌখিক জানানো হয়েছে। তাই আমরা এখনো সামনে এগোতে পারিনি। ২৮ তারিখের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার পর আমাদের সামনে এগোতে হবে।’ উল্লেখ্য, কোভিড- ১৯ পরিস্থিতির কারণে স্থগিত থাকা পরীক্ষাগুলো গত ১৩ জুন থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিতে শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। Share this:FacebookX Related posts: এবারের এইচএসসি পরীক্ষা স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা: গুজবে কান না দেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর এ মাসেই এসএসসি ও সমমানের ফল প্রকাশ ফের পেছালো এসএসসির ফল প্রকাশের সময় ২৫ আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আরও বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ দু-একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জাবি প্রশাসনের SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: কুবিতেপরীক্ষা স্থগিতবাস সার্ভিসশিক্ষার্থীরা পাবে