বাংলাদেশকে ১০ লাখ টিকা দিচ্ছে কোভ্যাক্স : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২১

অনলাইন ডেস্ক ; পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশকে ১০ লাখ ৮০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে ভ্যাকসিনের জন্য বৈশ্বিক সংগঠন ক্যোভ্যাক্স।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোভ্যাক্স থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি।

পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (১১ জুন) এক বার্তায় এ তথ্য জানান।

আব্দুল মোমেন জানান, কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশ ১০ লাখ ৮০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে।

জানা গেছে, দ্বিতীয় ডোজ টিকা দেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কাছে ১৬ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা চাওয়া হয়েছিল।