রোহিঙ্গা ইস্যুতে ত্রিপক্ষীয় বৈঠক ১৯ জানুয়ারি: পররাষ্ট্রমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ নিউজ ডেস্কঃ রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আগামী ১৯ জানুয়ারি ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ, মিয়ানমার ও চীন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার বিকালে সাংবাদিকদের এ কথা জানান। বুধবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানিয়ে তিনি জানান, ত্রিপক্ষীয় বৈঠকটি চীনের উদ্যোগ অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ারমারের সঙ্গে আলোচনায় এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি। একে আব্দুল মোমেন বলেন, ‘ওদের ভেরিফিকেশনের জন্য আমরা সাড়ে আট লাখ সাবমিট করেছি। অনাকাঙ্খিতভাবে মিয়ানমার খুব কম সংখ্যককে ভেরিফাই (সনাক্ত) করেছে। তারা খুব স্লো। মাত্র ৪২ হাজার ফাইনালি তারা সনাক্ত করেছে ৮ লক্ষ ৩০ হাজারের মধ্যে। এখানে আন্তরিকতার বড় অভাব।’ উল্লেখ্য, গত ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। একই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে। কিন্তু ২০১৮ সালে যখন প্রথম তাদের স্থানান্তরের পরিকল্পনা করা হয়, তখন থেকেই সেখানে যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল রোহিঙ্গারা। নানা প্রতিকূলতার মুখে কিছু সংখ্যক রোহিঙ্গা পরিবারকে ভাসানচরে নেয়া হলেও যেতে অনাগ্রহী ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারা। Related posts: অবাস্তব শর্তে জাতিসংঘকে রোহিঙ্গা স্থানান্তরে সম্পৃক্ত করা হয়নি অনেকদূর এগিয়েছি, যেতে হবে বহুদূর: প্রধানমন্ত্রী ভয়াবহ দুই মরণরোগ ছড়াচ্ছে রোহিঙ্গারা! রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিক নয় মিয়ানমার ভাসানচরের উদ্দেশ্যে আরও দেড় হাজার রোহিঙ্গার যাত্রা ভাসানচরে যেতে পারবে না উৎসুক জনতা : স্বরাষ্ট্রমন্ত্রী ‘মিয়ানমার থেকে আসা ইয়াবার পরিমাণ কমেছে’ রাখাইনে গভীর সমুদ্রবন্দর করতে চায় চীন কক্সবাজার থেকে ভারতে গিয়ে আটক ১৪ রোহিঙ্গা রোহিঙ্গা প্রত্যাবাসনের পদক্ষেপ কোনো কাজে আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানের সঙ্গে দেশে ফিরতে চান রোহিঙ্গারা রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১০ SHARES Matched Content জাতীয় বিষয়: ৯ জানুয়ারি:পররাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ইস্যুতে ত্রিপক্ষীয় বৈঠক ১