বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০ অনলাইন ডেস্ক : সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দুর্ঘটনা মাত্র। বৃহস্পতিবার দুপুরে সিলেটের বাইশটিলা এলাকায় সরকারিভাবে মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার চায় সবার বিচার হোক। তবে কোন কোন ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। এ সময় সাহেদ-সাবরিনাকাণ্ড নিয়ে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, কিছু দুষ্ট লোক আছে, সরকার যখনই খবর পায় তাদের আইনের সামনে নিয়ে আসে। সব ক্ষেত্রেই দুষ্ট লোকদের ধরতে সরকার জিরো টলারেন্স। এটাকে সরকারের দক্ষতা বলেও মন্তব্য করেন মন্ত্রী। এর আগে সিলেট সদর উপজেলার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩২০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম। এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খাঁন মুক্তি প্রমুখ। Share this:FacebookX Related posts: অর্থনৈতিক কূটনীতি চালানোর নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যার বন্ধুত্বপূর্ণ সমাধান চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন : পররাষ্ট্রমন্ত্রী মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেকজন খুনিকে বিচারের সম্মুখীন করবো : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর খুনিদের কাউকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফর: আজ ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দেশ আজ উন্নয়নের রোল মডেল: পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে ত্রিপক্ষীয় বৈঠক ১৯ জানুয়ারি: পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ৮ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: চায় না সরকারপররাষ্ট্রমন্ত্রীবিচার বহির্ভূতহত্যাকাণ্ড