করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮০ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯২ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে।

বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯১৫ জনের।