সাংবাদিক রোজিনার মুক্তি ও দোষীদের শাস্তি দাবি আইইবির দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মে ১৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। বুধবার দুপুরে এক বিবৃতিতে এই দাবি জানায় প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শারিরীকভাবে লাঞ্ছিত এবং পাঁচ ঘণ্টার বেশি আটক রাখার পর তার বিরুদ্ধে সরকারি নথি চুরির অপবাদে মামলা দেয়া হয়েছে- যা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আইইবি পেশাভিত্তিক প্রশাসন ও মন্ত্রণালয় গঠনের বিষয়ে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক সমন্বয়ে গঠিত প্রকৃচি’র মাধ্যমে দীর্ঘদিন যাবত যুগোপৎ আন্দোলন করে যাচ্ছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে যে যে কাজের উপযুক্ত তাকে দিয়ে সে কাজ করাতে হবে। কিন্তু দেখা যাচ্ছে, একটি বিশেষ ক্যাডার সব কুক্ষিগত করে রেখেছে। যার ফলে এ ধরনের অপ্রীতিকর ঘটনা নিয়মিতই ঘটছে এবং প্রধানমন্ত্রী দেশকে সবদিক দিয়ে সমৃদ্ধির সোপানে নিয়ে যেতে যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, একটি বিশেষ গোষ্ঠীর কারণে তা প্রায়শই প্রশ্নের সম্মুখীন হচ্ছে। করোনাকালীন এই সময়ে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক এবং গণমাধ্যমকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। বর্তমান কার্যক্রম দেখে মনে হচ্ছে দেশ পূর্বের তুলনায় আরও বেশি আমলা নির্ভর হয়ে যাচ্ছে এবং এদের দৌরাত্ম আরও বৃদ্ধি পাচ্ছে। সব জায়গাতেই তারা হস্তক্ষেপ করছে। এটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে দেশপ্রেমিক, সৎ, নিবেদিত প্রাণ অন্য পেশার লোকেরা এদের দ্বারা নিগৃহীত হতেই থাকবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষে আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ. স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা কর্তৃক সাংবাদিক রোজিনা ইসলামকে তার পেশাগত দায়িত্ব পালনকালীন সময়ে হেনাস্তা করার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছেন। একই সাথে অবিলম্বে তাকে যেন মুক্তি দেয়া হয় এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে। Share this:FacebookX Related posts: প্রবীণ সাংবাদিক ফারুক কাজী আর নেই সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক প্রবীণ সাংবাদিক ডিপি বড়ুয়া আর নেই সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান আর নেই আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ SHARES Matched Content জাতীয় বিষয়: আইইবিররোজিনার মুক্তি ও দোষীদের শাস্তি দাবিসাংবাদিক