‘ভ্যাকসিনের জন্য ভারত-বাংলাদেশ সম্পর্কে ভাটা পড়বে না’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১ নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোন ভাটা পড়বে না। বৃহস্পতিবার সকালে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন সীমান্তপথে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন দোরাইস্বামী। এসময় তিনি বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় ভারত বাংলাদেশে ৭০ লাখ টিকা সরবরাহ করেছে। চুক্তি অনুযায়ী খুব দ্রুত বাকি ভ্যাকসিনও পেয়ে যাবে বাংলাদেশ। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উন্নত আছে। কোভিড ভ্যাকসিের জন্য এই সম্পর্কে ভাটা পড়বে না। বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে এই মূহুর্তে নিজেদের কোভিড ভ্যাকসিনের সংকট আছে। উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। একারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি আছে এবং চুক্তি অনুযায়ী বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে। স্বস্ত্রীক হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর এ আলম, ওসি মিজানুর রহমান প্রমুখ। Share this:FacebookX Related posts: থার্টিফার্স্ট ঘিরে কঠোর প্রশাসন আল্লামা আশরাফ আলী’র মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রত্যেক উপজেলায় হবে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সারাদেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহনও বন্ধ প্রধানমন্ত্রীকে সাধুবাদ ডা. জাফরুল্লাহর মাস্ক না পরলেই ব্যবস্থা, নির্দেশনা ৩১ আগস্ট পর্যন্ত থাকবে ‘দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে শেখ কামালের স্বপ্ন ছিল আকাশছোঁয়া’ সংসদ অধিবেশন শুরু ভারত থেকে ২০ লাখ ভ্যাকসিন ঢাকায় আসছে ২০ জানুয়ারি করোনার দাপট বাড়বে আরও, শিথিলতায় বিপদ আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: আব্বাস মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজতের বৈঠক, যা জানা যাচ্ছে SHARES Matched Content জাতীয় বিষয়: ‘ভ্যাকসিনের জন্যভারত-বাংলাদেশসম্পর্কে ভাটা পড়বে না’