করোনা রোগীদের দ্রুত সেরে উঠতে সহযোগিতা করে হাঁপানির ওষুধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাড়িতে থাকা বয়স্ক রোগীদের রোগীদের দ্রুত সেরে উঠতে সহযোগিতা করে হাঁপানি বা অ্যাজমার একটি ওষুধ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, এই ওষুধ সেবনের ফলে অন্যান্য চিকিৎসা পদ্ধতির চেয়ে অন্তত তিন দিন আগে রোগীরা সুস্থ হতে পারেন। ওষুধটি ব্যবহারের ফলে করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যাও কমে আসতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেস (এনএইচএস) জানিয়েছে, রোগীভেদে করোনা চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা যাবে। বাড়িতে থাকা করোনা রোগীদের চিকিৎসায় প্যারাসিটামল ছাড়া তেমন কোনও ওষুধ নেই। বিশ্বে করোনা সংক্রমণের নতুন ঢেউয়ে হাসপাতালে কোভিড রোগীদের জন্য শয্যার অভাব হচ্ছে। এই পরিস্থিতিতে কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি না করে বাড়িতে রেখে কী কী উপায়ে সারিয়ে তোলা যেতে পারে, তা খতিয়ে দেখতেই এই গবেষণা পরিচালনা করা হয়েছে। অক্সফোর্ড গবেষকদের গবেষণা প্রতিবেদনটি একটি আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা পত্রিকায় প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় হাঁপানির কম দামি ওষুধ বিউডেসোনাইড প্রয়োগ করে একটি হিউম্যান ট্রায়াল পরিচালনা করা হয়। এই পরীক্ষা চালানো হয় ৫০ বছর এবং ৬৫ বছরোর্ধ্ব ১৭০০ জন কোভিড রোগীদের ওপর। যাদের বেশিরভাগই আক্রান্ত হওয়ার পর বাড়িতেই ছিলেন। হাসপাতালে ভর্তি হননি। বাজারে চালু হাঁপানির ওষুধগুলোর মধ্যে তুলনায় কম দাম এই ওষুধের। হাঁপানির রোগীরা ওষুধটিকে শ্বাসের সঙ্গে শরীরে টেনে নেন। পরীক্ষায় দেখা গেছে, দিনে দু’বার ৮০০ মিলিগ্রাম করে করে টানা দু’সপ্তাহ ধরে ‘বিউডেসোনাইড’ দেওয়া হলে কোভিড রোগীরা আরও তাড়াতাড়ি সেরে উঠছেন। পরে ২৮ দিন ধরে তাদের আবার দেওয়া হয় ‘বিউডেসোনাইড’। অন্য চিকিৎসা পদ্ধতিগুলোর চেয়ে অন্তত ৩ দিন আগে তারা সেরে উঠতে পারছেন। সেরে ওঠার পরেও তারা অন্যভাবে সেরে ওঠা কোভিড রোগীদের তুলনায় বেশি সুস্থবোধ করছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি কেয়ার বিভাগের অধ্যাপক ক্রিস বাটলার বলেন, আরও বেশি আশার কথা হলো হাঁপানির এই ওষুধটি মানবশরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে না। গবেষকরা জানিয়েছেন, প্রবীণ রোগীদের ৩২ শতাংশই হাঁপানির এই ওষুধটি শরীরে টেনে ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন পুরোপুরি। এ ক্ষেত্রে অন্যান্য চিকিৎসা পদ্ধতির সাফল্যের হার ২২ শতাংশ। Share this:FacebookX Related posts: গত বছর যক্ষ্মায় আক্রান্ত ২ লাখ ৯৩ হাজার: এনটিপি করোনার ওষুধ: তৈরি হচ্ছে দেশেই, রোববার থেকে বিনামূল্যে সরবরাহ আইসিইউতে ভালো ফল পাওয়া যায়নি, ৯ রোগীর ৮ জনেরই মৃত্যু করোনা ধ্বংসের নতুন উপায় জানালো মার্কিন গবেষকরা মেডিকেল টেকনোলজিস্টদের অনশন অব্যাহত `অল্পকিছু দিনের মধ্যেই জানতে পারবেন আমরা কোন ভ্যাকসিন নিতে পারবো’ করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই : স্বাস্থ্যমন্ত্রী ফাইজারের ভ্যাকসিন নিয়ে আইসিইউতে চিকিৎসক ভারতে করোনার টিকা নেওয়ার পর এবার স্বাস্থ্যকর্মীর মৃত্যু ফরিদপুর জেনারেল হাসপাতালে ৬ মাস ধরে এক্সরে মেশিন অচল নেই কোন উদ্যোগ টিকা নিয়েও করোনায় আক্রান্ত স্বাস্থ্যের এডিজি নাসিমা সুলতানা ফের চালু হচ্ছে করোনা সংক্রান্ত বুলেটিন SHARES Matched Content সকল খবর বিষয়: করোনা রোগীদের দ্রুত সেরে উঠতেসহযোগিতা করেহাঁপানির ওষুধ