হাসপাতালে ভর্তি হলেন আকরাম খান

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানকে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর শ্যামলিস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

আকরাম খানের পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, তার অক্সিজেন লেভেল ঠিকআছে। তবে, কাশি বেড়ে যাওয়ার কারণে আজ বিকেলে ৪টার পর হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বাংলাদেশ দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ‘আকরাম ভাইয়ের ফুসফুসে স্ক্যান করে দেখা হয়েছে। রিপোর্টে আশঙ্কাজনক কিছু ধরা পড়েনি। তবে, যেহেতু কাশি বেড়ে গেছে, এ কারণে ডাক্তারের পরামর্শেই হাসপাতালে ভর্তি করা হয়।’

গত ১০ এপ্রিল করোনা শনাক্ত হয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের। এরপর থেকে তিনি হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

যেদিন করোনা পজিটিভ রেজাল্ট আসে আকরাম খানের, তার কয়েকদিন আগে থেকেই মৃদু উপসর্গ ছিল আকরাম খানের। এরপর মনের শঙ্কা দুর করার জন্য টেস্ট করান আকরাম। তাতেই রেজাল্ট আসে পজিটিভ।