বিএনপির ‘রাজনৈতিক আইসোলেশন‘ দরকার : কাদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১ সময় সংবাদ ডেস্কঃবিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা মোকাবিলায় সরকার সমন্বিত পদক্ষেপ নিয়ে কাজ করছে। বিএনপি সব কিছু নেতিবাচক দৃষ্টিতে দেখছে। বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ মনে করে বিএনপির মনোজগতে ভাইরাসের নেতিবাচক প্রভাব বাসা বেঁধেছে। বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার,ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস। বিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার।‘ বিএনপির বক্তব্যের অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, ‘তারা একবার বলে লকডাউন দিতে হবে, আবার বলে লকডাউন দিলে মানুষ খাবে কী?‘ নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি হেফাজতে ইসলামের উপর ভর করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘এদেশে অগ্নি সন্ত্রাসের জনক বিএনপি, আর এ সন্ত্রাসের আগুনে একসময় নিজেদের ঘরও পুড়বে। নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন হেফাজতের উপর ভর করছে।‘ লকডাউনের মধ্যে গণপরিবহন চালানোর ক্ষেত্রে শর্ত উপেক্ষা হলে সরকার কঠোর হতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। তিনি বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে শেখ হাসিনা সরকার ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকাধীন সড়কে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, মহানগরে বেশিরভাগ পরিবহন নিষেধাজ্ঞা মানলেও অনেক পরিবহন মানছে না। আবার কেউ কেউ নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের বাইরে পরিবহন চালাচ্ছে, সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। শর্ত উপেক্ষা করলে সরকার আবারও কঠোর হতে বাধ্য হবে। Share this:FacebookX Related posts: ঢাকা সিটি নির্বাচনে সন্ত্রাসীদের ভাড়া করছে বিএনপি: কাদের মানুষের উদাসীনতা ভয়াবহ বিপদ ডেকে আনছে : কাদের বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত: কাদের দেশের অর্থনীতি নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: কাদের বিএনপিকে বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না : কাদের নেতৃত্বের দুর্বলতায় পিছিয়ে যাচ্ছে বিএনপি: কাদের বিএনপি ভোটারদের আস্থা হারিয়েছে: কাদের আ.লীগ প্রার্থী জয়ী হবে, এটাই স্বাভাবিক : কাদের ‘ক্ষমতা চিরস্থায়ী নয়’, নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের করোনা মুক্ত হয়েছেন জিএম কাদের আ.লীগ নেত্রী মাহমুদার বক্তব্য প্রমাণিত হলে ব্যবস্থা: কাদের বিএনপির সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান: কাদের SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: কাদেরদরকার :বিএনপির ‘রাজনৈতিক আইসোলেশন‘