​বিএনপি ভোটারদের আস্থা হারিয়েছে: কাদের

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

সময় সংবাদ ডেস্কঃ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে না এসে, প্রচার না চালিয়ে বিএনপি ভোটারদের আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী সোমবার সকালে চার দিনব্যাপী অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির পরাজয় তাদের নেতিবাচক রাজনীতিকে জনগণের প্রত্যাখ্যান।

তিনি বলেন ‘পৌরসভায় আওয়ামী লীগের বিজয় উগ্র সাম্প্রদায়িকতা তোষণ এবং পোষণের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের বহিঃপ্রকাশ। এ ব্যবধান ও বিজয় থেকে বিএনপি ভবিষ্যতে শিক্ষা নেবে।’

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাস আর মানুষ পুড়িয়ে মারা এবং দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ছাড়া তাদের জনগণের কাছে আর কি বা বলার আছে?

তিনি প্রশ্ন রেখে বলেন, জনগণের কাছে বিএনপি কী বলে ভোট চাইবে, তাদের তো বলার কিছু নেই।