করোনা মুক্ত হয়েছেন জিএম কাদের

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

সময় সংবাদ ডেস্কঃকরোনা মুক্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) তার করোনা টেস্ট এর ফলাফল নেগেটিভ এসেছে। জাতীয় পার্টির প্রেস সেক্রেটারী-২ খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ জানুয়ারি জাতীয় পার্টি চেয়ারম্যানের করোনা টেস্টের এর ফলাফল পজেটিভ এসেছিলো। তার কোন নেতিবাচক উপসর্গ ছিলোনা। চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন।

১২ জানুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে জাতীয় পার্টি নেতা-কর্মীরা পার্টি চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন হয়েছে দেশের বাইরেও।