সারাদেশে আরও বাড়াবে তাপমাত্রা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১ সময় সংবাদ ডেস্কঃতাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে আর কয়েকদিনে আরো বাড়ার আভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর শনিবার রাতে এক পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় রবিবার (২৮ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোর থেকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার। সোমবার নাগাদ আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই। তবে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরো বাড়ার আভাস রয়েছে। শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। Share this:FacebookX Related posts: নতুন আরও ২টি বিশ্ববিদ্যালয় হচ্ছে শীতের শ্বাসকষ্টে আরও ৩ জনের মৃত্যু মার্চেই তাপমাত্রা হবে ৩৮ ডিগ্রি সারাদেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহনও বন্ধ ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ এইচএসসি শুরুর তারিখ পেতে আরও দেরি মৃত্যু আরও ২৮, শনাক্ত ১৮৪৭ জুনের মধ্যে আসছে আরও ৬ কোটি করোনার টিকা দেশে শৈত্যপ্রবাহ থাকবে আরও দুদিন আরও বাড়তে পারে শীত রাষ্ট্রপতির সাক্ষাতের অপেক্ষায় ৪২ নাগরিক, ইসির বিরুদ্ধে আরও কিছু অভিযোগ SHARES Matched Content জাতীয় বিষয়: আরওতাপমাত্রাবাড়াবেসারাদেশে