তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল থেকে ক্যাপ্রিটেক গার্মেন্টসের ৪০০ থেকে ৫০০ শ্রমিক বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বলে। কিন্তু তারা পুলিশের অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে সরছিলেন না। বেলা ১১টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শীল বলেন, ‘শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’

শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দিতে গিয়ে দেখেন কারখানা বন্ধ। কোনো প্রকার ঘোষণা ছাড়া কারখানা বন্ধ করে দেওয়া হয়। গত ফেব্রুয়ারি মাসের বেতন দেয়নি মালিকপক্ষ। এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের সঙ্গে আলোচনা করেও লাভ হয়নি।