তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১ সময় সংবাদ ডেস্কঃঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল থেকে ক্যাপ্রিটেক গার্মেন্টসের ৪০০ থেকে ৫০০ শ্রমিক বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বলে। কিন্তু তারা পুলিশের অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে সরছিলেন না। বেলা ১১টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শীল বলেন, ‘শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’ শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দিতে গিয়ে দেখেন কারখানা বন্ধ। কোনো প্রকার ঘোষণা ছাড়া কারখানা বন্ধ করে দেওয়া হয়। গত ফেব্রুয়ারি মাসের বেতন দেয়নি মালিকপক্ষ। এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের সঙ্গে আলোচনা করেও লাভ হয়নি। Share this:FacebookX Related posts: শ্রমিকদের বেতন-ভাতার জন্য ৫০০০ কোটি টাকার তহবিল ঘোষণা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কারখানা চালাতে হবে পদ্মা সেতুর রেল প্রকল্পের শ্রমিকদের গুলির ঘটনায় তদন্ত কমিটি চা বাগান শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল ট্রাস্টি বোর্ড গঠন প্রথমবারের মতো শিশুদের কথা শুনলেন ৩শ’ সংসদ সদস্য শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা হচ্ছে : শিক্ষামন্ত্রী প্রতি উপজেলার দুজনের নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে : পরিবেশমন্ত্রী ভাসানচরের উদ্দেশ্যে আরও দেড় হাজার রোহিঙ্গার যাত্রা রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে কিশোর খুন কোস্টগার্ডকে স্বতন্ত্র বাহিনী করার পরিকল্পনা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেপোশাকবিক্ষোভশ্রমিকদের