পরীক্ষার দাবিতে আন্দোলনে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১ সময় সংবাদ ডেস্কঃজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পরীক্ষার স্থগিতাদেশের বিরুদ্ধে আন্দোলন করেছে। আজ (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জয় বাংলা ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় এ আন্দোলন। বৃহস্পতিবার সকালে মানববন্ধন শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নেয়। আন্দোলনকারীরা তাদের বক্তব্যে বলেন, ‘কিছু সংখ্যক শিক্ষক তাদের নিজস্ব স্বার্থের জন্য পরীক্ষার বিপক্ষে অবস্থান নিচ্ছেন।’ আরো বলা হয়, ‘শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত পুরোপুরি অযৌক্তিক। আমরা প্রশাসনকে ২৪ ঘন্টা সময় দিলাম, এর মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে বৃহৎ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।’ ‘আমরা হল খুলতে বলছি না। পরীক্ষা দেয়ার জন্য যেকোনো শর্ত মানতে রাজি আমরা। করোনার দোহাই দিয়ে যদি শিক্ষক সমিতি, কর্মচারী পরিষদের নির্বাচন আটকে না থাকে তাহলে পরীক্ষা আটকে থাকবে কোন যুক্তিতে!’ এমনটাই বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা আরো বলেন, ‘শিক্ষকদের নির্বাচন হয়, পিকনিকও হয়। হয়না শুধু পরীক্ষা। আমাদের সাথে এ প্রহসন মেনে নেয়া যায় না।’ জানা যায়, এখন পর্যন্ত (দুপুর ২টা পর্যন্ত) শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি সমাধান করার জন্য প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান আগামী শনিবার পর্যন্ত সময় নেন। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন থেকে ফিরে গিয়েছে। Share this:FacebookX Related posts: ফরম পূরণের অর্থ ফেরত পাচ্ছেন না শিক্ষার্থীরা নির্দেশনার পরও হল ছাড়ছেন না জাবি শিক্ষার্থীরা নির্দেশ উপেক্ষা করে তালা ভেঙে হলে ঢুকেছে জাবি শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা: গুজবে কান না দেয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর এ মাসেই এসএসসি ও সমমানের ফল প্রকাশ আরও বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ দু-একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জাবি প্রশাসনের SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: পরীক্ষার দাবিতে আন্দোলনে নজরুলবিশ্ববিদ্যালয়েরশিক্ষার্থীরা