বিজিবির সঙ্গে রোহিঙ্গাদের গোলাগুলিতে নিহত ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। তারা ইয়াবা পাচারকারী বলে জানিয়েছে বিজিবি।সোমবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়ির বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজারে ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।আলী হায়দার আজাদ আহমেদ জানান, উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফাঁড়ির বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আনার খবর পেয়ে বিজিবির একটি দল অভিযানে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচ থেকে ছয়জনের একটি দলকে মিয়ানমার থেকে অবৈধ পথে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি। এসময় হাতে থাকা অস্ত্র দিয়ে বিজিবির টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকেন তারা। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে প্রায় ১০ থেকে ১৫ মিনিট গুলি বিনিময় হয়।একপর্যায়ে অজ্ঞাতনামা অস্ত্রধারী ইয়াবা পাচারকারীরা গুলি করতে করতে মিয়ানমারের দিকে পালিয়ে যান। এসময় বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।পরে দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে নিহতদের সঙ্গে থাকা ইউএনএইচসিআরের আইডি কার্ড দেখে পরিচয় শনাক্ত করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেনিহতরা হলেন-টেকনাফের উনচিংপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি-৫-এর মো. হেলাল উদ্দিন (২০) ও মোহাম্মদ ইসমাইল (২৮)। এসময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারী নিহত কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা আটক ৬ কুমিল্লায় পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেফতার ৫ হাটহাজারীতে চোলাইমদসহ দুইটি গাড়ী আটক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর SHARES Matched Content অপরাধ বিষয়: ২গোলাগুলিতেনিহতবিজিবির সঙ্গে রোহিঙ্গাদের