পরকীয়া: অতপর যুবকের ৫ টুকরা লাশ

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর টিকাটুলি এলাকায় সজীব হাসান নামে এক যুবকের পাঁচ টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শ্যামলী পরিবহন কাউন্টারের স্টাফ বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ওয়ারী থানাধীন কে এম দাস লেনের একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওয়ারী জোনের এডিসি কামরুজ্জামান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক নারীকে (৫০) আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।

জানা গেছে, স্বামী বয়স্ক হওয়াতে স্ত্রী জুটিয়ে নেন যুবক বয়সী এক প্রেমিককে। দীর্ঘদিন ধরে ওই কথিত প্রেমিকের সঙ্গে ভালোভাবেই অবৈধ সম্পর্ক চালিয়ে আসছিলেন ওই স্ত্রী। হঠাৎ করেই তাদের সম্পর্কের বিষয়টি ওই নারীর স্বামীকে জানিয়ে দেয়ার কথা বলে হুমকি দিতে থাকেন প্রেমিক সজীব। সম্প্রতি সজীবের টাকার চাহিদা বেড়ে যাওয়ায় বিপুল পরিমাণ অর্থ দাবি করে বসে সে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডাও হয়। এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি ওই নারী।

পরে ওই নারী সজীবকে নিজ বাসায় ডেকে আনেন। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। একটা সময় ছুড়ি দিয়ে সজীবের বুকে আঘাত করে হত্যা করা হয়। পরবর্তীতে প্রেমিকের লাশ বাথরুমে নিয়ে হাত পা কেটে পাঁচ খণ্ড করে সেখানেই ফেলে রাখেন ওই নারী। পরে পুলিশ গিয়ে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে।

ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। ওই নারীকে আটক করা হয়েছে। তার নাম শাহনাজ পারভীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহনাজ দাবি করেছেন, তাদের অবৈধ সম্পর্কে ভাটা পড়ায় এই ঘটনা ঘটিয়েছেন তিনি।

এ ঘটনায় ওই নারীকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।