প্রশংসা করলে অস্বস্তি লাগে: পরিকল্পনামন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১ সময় সংবাদ ডেস্কঃবিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালক ও সরকারি কর্মকর্তারা যেভাবে প্রশংসা করেন, তাতে নিজের কাছে অস্বস্তি লাগে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘অনুষ্ঠানে যখন বাড়িয়ে বাড়িয়ে আমার ভুলভাল প্রশংসা করা হয়, তখন নিজের কাছে লজ্জা লাগে।’ যেকোনো অনুষ্ঠানে প্রধান অতিথিকে যেভাবে প্রশংসা করা হয়, সেটি কমিয়ে আনার তাগিদ দেন পরিকল্পনামন্ত্রী। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কোনো অনুষ্ঠানে গেলেই ফুল আর ক্রেস্ট দেওয়া হয়। সঞ্চালক নানা ধরনের প্রশংসাবাক্য বলতে থাকেন। আমি বলি, এত প্রশংসা করবেন না। এসব প্রশংসা কমিয়ে আনা দরকার। একজন সামরিক কর্মকর্তা যুদ্ধে যেমন শুধু বলেন, শুট শুট শুট। তেমনি আমিও বলি, কাজ কাজ কাজ। অনুষ্ঠানে শুধু এতটুকু বলা যেতে পারে যে কেমন আছেন, ভালো আছেন? এটুকুই যথেষ্ট।’ পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে দক্ষতা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের মনে রাখতে হবে, যে টাকা দিয়ে দেশের উন্নয়ন হচ্ছে, সেই টাকা আমাদের নয়, জনগণের টাকা। জনগণ আমাদের টাকা দিয়েছে নিজেরা না খেয়ে। আধপেটা খেয়ে গ্রামে বসে তারা আমাদের দায়িত্ব দিয়েছে। অথচ আমাদের সুবিধাজনক একটা সিস্টেম দিয়েছে, খাবারদাবার দিয়েছে। তারা আশা করে, আমরা আমাদের দায়িত্ব পালন করব। সেটা তাদের নৈতিক এবং বাস্তবিক চাওয়া। সেটাই আমি আপনাদের বারবার বলি, আমরা কাজটা যেন যথা সময়ের মধ্যে করি। কিন্তু আপনি যদি কাজটা না করেন, যেখানে সেতু করার কথা ছিল, সেটি না করেন, তাহলে জনগণের কথা তো শুনতেই হবে।’ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের ভয় পাওয়ার দিন শেষ। মাথা নুইয়ে চলার দিন শেষ। আমরা কাজ করব, কাজের সুফল ভোগ করব—এটাই শেষ কথা।’ তিনি বলেন, ‘আমরা মাঝেমধ্যে সামনে ধূলিঝড় দেখি। আমাদের মনে রাখতে হবে, মাঝেমধ্যে এই ধূলিঝড় আসবে। তবে ধূলিঝড় মাত্র পাঁচ মিনিটের। দিনটা কিন্তু ২৪ ঘণ্টার। তাই ধূলিঝড় আসবে। সেখানে আমাদের সাবধানে থাকতে হবে।’ Share this:FacebookX Related posts: জুম মিটিংয়ের বিল ৫৭ লাখ, ব্যাখ্যা চাইলেন পরিকল্পনামন্ত্রী দারিদ্র্য হার ৪২ শতাংশ সঠিক নয় : পরিকল্পনামন্ত্রী রাজধানীতে কোনো ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আজ চন্দ্রগ্রহণ, জেনে নিন কখন এবার সদরঘাটে লঞ্চের ধাক্কায় ডুবল নৌকা, যাত্রী নিখোঁজ রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ যেসব শর্তে ঈদে ১০ কেজি করে চাল পাবে এক কোটি পরিবার অনলাইনে বিশ্ব নদী দিবস পালন বিজয় দিবসের আগেই রাজাকারের আংশিক তালিকা ডিএমপির সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৪ কর্মকর্তার বদলি আয়েশা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চিঠি SHARES Matched Content জাতীয় বিষয়: অস্বস্তিপরিকল্পনামন্ত্রীপ্রশংসা করলেলাগে