‘১৭ কোটি জনগণের ৩৪ কোটি হাত কাজে লাগাতে হবে ‘ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, ‘নারীদের ঘর বন্দি রেখে উন্নয়নের চিন্তা করাটা বোকামি। দেশের উন্নয়ন তরান্বিত করতে হলে নারীদেরও কাজে লাগাতে হবে। মোট কথা দেশের প্রকৃত উন্নয়ন তরান্বিত করতে হলে ১৭ কোটি নারী-পুরুষের ৩৪ কোটি হাত ভালো ভাবে কাজে লাগাতে হবে।’ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন-২০২১ উপলক্ষে উদ্যোক্তাদের ব্যবসায়ীক সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নারী উদ্যোক্তার খোঁজে’ নামে একটি সংগঠনের উদ্যোগে মহানগরীর সীমান্ত নোঙর সম্মেলনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। দেশে বর্তমানে জনসংখ্যা প্রায় ১৭ কোটি। আর নারী তার অর্ধেক। তাই কর্মক্ষেত্রে কোন ধরনের বৈষম্য না করে দেশের উন্নয়নের স্বার্থে নারীদের সমান অগ্রাধিকার দিতে হবে।’ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উর্মি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, রাজশাহী কর্মসংস্থান ব্যাংকের সহকারী ব্যবস্থাপক সিরাজুল সালেকীন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের বিভাগীয় প্রধান মনিরা মতিন জোনাকী। অনুষ্ঠানে বক্তারা বলেন, আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগ। দেশের সামগ্রিক উন্নয়ন চাইলে এই আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে। পাশাপাশি নারীদেরও সুযোগ সৃষ্টি করতে হবে। এ অনুষ্ঠান উপলক্ষে সীমান্ত নোঙরে নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে একটি মেলারও আয়োজন করা হয়েছে। মেলায় ২৬টি স্টল অংশ নিয়েছে। শনিবার মেলাটি শেষ হবে। Share this:FacebookX Related posts: জনগণের ঈদ যাত্রা করতে হবে নির্বিঘ্ন: কাদের জনগণের ভালো-মন্দ দেখার দায়িত্ব আমাদের: প্রধানমন্ত্রী সরকার জনগণের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা : কাদের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করবে সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে নেপালের সমর্থন চাইলেন রাষ্ট্রপতি দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭৪ রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ ২৮ দিনের রিমান্ডে শেখ রেহানার কাছ থেকে শুনে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী দুর্ঘটনা রোধে চালকদের ডোপ টেস্ট করাতে বললেন প্রধানমন্ত্রী লাইসেন্স প্রদানে অনিয়ম দূর করতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ সরকারের সঙ্গে আমার শত্রুতা নেই, নাস্তিকরাই ভুল বোঝায়: বাবুনগরী SHARES Matched Content জাতীয় বিষয়: '১৭ কোটি৩৪ কোটি হাতকাজে লাগাতে হবে 'জনগণের