হাতিরঝিল থেকে আরও ৫৫ কিশোর আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১ সময় সংবাদ ডেস্কঃরাজধানীর হাতিরঝিলে দ্বিতীয় দিনের অভিযানে লেক ও তার আশপাশ থেকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরো ৫৫ জন কিশোরকে আটক করেছে পুলিশ। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে বেলা ১১টায় জানান, বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পোশাকে ও সাদাপোশাকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরবর্তী সময়ে ৪৫ পিস ইয়াবাসহ আটক তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি গণ-উপদ্রব ও অহেতুক হৈ চৈ করার কারণে ১৬ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অবশিষ্ট ৩৬ জনকে শর্তসাপেক্ষে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। এআইজি সোহেল রানা বলেন, থানা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের দুই প্লাটুন ফোর্স এ অভিযানে অংশ নেয়। পুরো এলাকাকে ৫ ভাগে ভাগ করে ইউনিফর্ম ও সাদাপোশাক সমন্বয়ে ৫ টি আলাদা টিম গঠনের মাধ্যমে একযোগে এ অভিযান পরিচালিত হয়েছে। বিনোদন প্রত্যাশী সম্মানিত নাগরিকদের কল্যাণে ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে বুধবার (২৭ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক নাগরিক জানান, অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আসা বিনোদনপ্রেমীদের কিছু কিশোর হয়রানি করে। এই অভিযোগের সূত্র ধরে ওইদিন হাতিরঝিল থেকে বেড়াতে আসা মানুষকে নানাভাবে উত্যক্তের দায়ে ১৬ জন কিশোরকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। Share this:FacebookX Related posts: আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী আজ চন্দ্রগ্রহণ, জেনে নিন কখন যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ নতুন বছরে ভেদাভেদ ভুলে জোরদার হোক ভ্রাতৃত্বের বন্ধন আয়েশা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক SHARES Matched Content জাতীয় বিষয়: হাতিরঝিল থেকে আরও. ৫৫ কিশোর. আটক