মিরপুরে উচ্ছেদ অভিযানে বাধা, স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১ সময় সংবাদ ডেস্কঃ রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সাথে দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার মিরপুরের ১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউয়ের ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ডিএনসিসির নেতৃত্বে উচ্ছেদ অভিযানের সময় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে সড়কের একটি স্থাপনা ভাঙতে গেলে স্থানীয় ব্যক্তিরা ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এরপর ডিএনসিসির কর্মকর্তারা পিছু হটেন। কিছুক্ষণ পর কয়েক’শ পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ ডিএনসিসি আবারো উচ্ছেদের প্রস্তুতি নেয়। তবে স্থানীয়দের সাথে নেতাকার্মীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে যান। অভিযান চালাতে গিয়ে বারবার পিছু হটেছেন সিটি কর্পোরেশনের লোকজন। রাস্তার দুই পাশের বাসাবাড়ি থেকেও ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। সিটি কর্পোরেশন অঞ্চল ২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শফিউল আজম অভিযানে নেতৃত্ব দেন Share this:FacebookX Related posts: No related posts. SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: মিরপুরে উচ্ছেদ অভিযানে বাধাসংঘর্ষসাথে পুলিশেরস্থানীয়দের