আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে নামাজ ও খাবার ঘর উদ্বোধন

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলাদের জন্য নামাজ ও খাবার ঘর উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় মহিলা রোগী এবং তাকে দেখাশোনা করতে আসা অভিভাবক, ডাক্তার এবং সেবিকাদের জন্য নামাজ ও খাবার ঘর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকশানা হ্যাপি, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,ডা. আরিফ হাসান, ডা. জাকারিয়া হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, খন্দকার মমতাজ উদ্দিন, জহুরুল ইসলাম, ইলা রানী দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।