পাবিপ্রবি ও জনতা ব্যাংকের মধ্যে ১০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১ নিজস্ব প্রতিবেদক : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জনতা ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে ১০০ কোটি টাকার কর্পোরেট গৃহঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ঋণ প্রদানের জন্য ১০০ কোটি টাকার এই গৃহঋণ চুক্তিটি উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। চুক্তি স্বাক্ষরের সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ। জনতা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল হামিদ ও নজরুল ইসলাম। বিশ্বদ্যিালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম ও অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ শাহান শাহ এবং ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম বকুল। এসময় আরো উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক শামসাদ ফখরুল। রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, এই চুক্তি হওয়ায় আমাদের কর্মরতরা অপেক্ষাকৃত সহজ শর্তে ঋণ পাবেন। ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার বলেন, ৯% সরলসুদে ঋণ প্রদান করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্টরা উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, দেশের সবচেয়ে নবীন শাখা হিসেবে এত বড় অংকের ঋণচুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্যাংক আমাদের উভয় প্রতিষ্ঠানের জন্য বড় অর্জন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গৃহ নির্মাণের জন্য ১০০ কোটি টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এই ঋণটির সময়কাল হবে ১৫ বছর মেয়াদী। Share this:FacebookX Related posts: বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে চুক্তি স্বাক্ষর ‘যখন শুনি শিক্ষকরা নকল সাপ্লাই করে, আমার লজ্জা হয়’ সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী করোনায় পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াবেন না : তথ্যমন্ত্রী করোনাভাইরাস: আরও সাড়ে ৯ হাজার টন চাল, সোয়া ৬ কোটি টাকা বরাদ্দ রেড জোনে থাকতে হবে ঘরে, পৌঁছে দেয়া হবে নিত্যপণ্য ‘১৫ অগাস্টের ঘাতকদের প্রশ্রয় দিয়েছিলেন জিয়াউর রহমান’ ১ সেপ্টেম্বর থেকে চিরুনি অভিযান : আতিকুল করোনার টিকা কিনতে এডিবির সহযোগিতা পাবে বাংলাদেশ অনুকরণের পরিবর্তে উদ্ভাবনে মনোযোগী হতে হবে: রাষ্ট্রপতি ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে SHARES Matched Content জাতীয় বিষয়: ১০০ কোটি টাকারচুক্তি স্বাক্ষরজনতা ব্যাংকের মধ্যেপাবিপ্রবি