নতুন অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘সেলেক্সট্রা’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১ অনলাইন ডেস্ক ; বাংলাদেশে গেজেট নির্ভর নতুন অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘সেলেক্সট্রা শপ’র যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ অনলাইন শপিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। নতুন এ অনলাইন শপিং প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চৌধুরী ফাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন- সেলেক্সট্রার সিনিয়র ম্যানেজার সুভাশিস রয়, হেড অব প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস সাইফুল ইসলাম। গ্রান্ড ওপেনিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গায়ক অবন্তি সিঁথি এবং মেজবাহ বাপ্পী। সেলেক্সট্রার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যুক্ত করতে যাচ্ছে সেলেক্সট্রা, যারা সারাদেশব্যাপী অনলাইন শপিংয়ের উপর্যুক্ত অভিজ্ঞতা দেবে। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে পণ্য সরবরাহ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে সেলেক্সট্রা শপ’র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও চৌধুরী ফাহরিয়ার বলেন, বর্তমানে অনলাইন ক্রেতারা পণ্য কিনে বিবিধ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা ওইসব সমস্যা সমাধানে সবচেয়ে গুরুত্ব দেব। যেমন, অতিরিক্ত মূল্য রাখা, পণ্য সরবরাহে বিলম্ব হওয়া এবং নন রেসপনসিভ গ্রাহক সেবার মতো সমস্যা দ্রুত সমাধানে কাজ করবো। Related posts: ভুটানে ১০০ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ প্রধানমন্ত্রী আগামীকাল ৮ম জাতীয় পণ্য মেলার উদ্বোধন করবেন হাসিনা-মোদি আলোচনা শেষে ৩৯ দফা যৌথ ঘোষণা আমদানিকারক লাল্টু পাউডার জাতীয় পণ্য মিথ্যা ঘোষণায় আনায় বেনাপোলে পণ্যবাহী ট্রাক আটক একটি ধর্ষণের ঘটনা প্রভাব ফেলে বিশ্বের সব নারীর ওপর নারীরা সকল ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখছেন : প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় বেনাপোল রেলপথে আমদানি হলো প্রথম খাদ্যদ্রব্য পণ্য সুন্দরবনের মধু,চুঁইঝাল ও বাগদা চিংড়িকে ভৌগলিক নির্দেশক পণ্য করার প্রস্তাব জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ পরিচয় হঠাৎ লক্ষ্যবস্তু কেন বেনাপোল বন্দরে বাণিজ্য সহজীকরনে কাস্টমস-বিজিবি-বন্দর যৌথ এন্ট্রি শাখার উদ্বোধন নাক বন্ধের সমস্যা দূর করার উপায় ‘সিইও অব দ্য ইয়ার’ হলেন ইসলামী ব্যাংকের এমডি SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ‘সেলেক্সট্রা’নতুন অনলাইনশপিং প্ল্যাটফর্ম