‘সবার জন্য ইন্টারনেট’ সেবা নিয়ে স্মাইল ব্রডব্যান্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ তথ্যপ্রযুক্তি ডেস্ক : ‘সবার জন্য ইন্টারনেট’ স্লোগান নিয়ে গ্রাহকদের জন্য নতুন ধরনের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিয়ে এসেছে স্মাইল ব্রডব্যান্ড। ‘ব্রোঞ্জ ইকোনমি’ প্যাকেজের আওতায় প্রতিমাসে একজন মাত্র তিনশ টাকায় স্মাইল ব্রডব্যান্ডে ইন্টারনেট সেবা পাবে। বুধবার (১৫ জানুয়ারি) স্মাইল ব্রডব্যান্ডের মালিকানা প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর আরমান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রমে সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা থেকে এবং বর্তমান প্রজন্ম সুলভ মূল্যে যাতে বড় কিছু করার প্রত্যাশার মতো তারা ‘সবার জন্য ইন্টারনেট’ সাজিয়েছেন। বিজ্ঞপ্তিতে ‘স্মাইল ব্রোঞ্জ’কে বাংলাদেশের সব থেকে সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ দাবি করে বলা হয়, কোনো ধরনের ফেয়ার ইউজেস পলিসি বা ডাটা ক্যাপ ছাড়াই মাত্র তিনশ টাকায় একজন গ্রাহক আনলিমিটেড ব্রডব্যান্ড সুবিধা পাবে। তবে এর জন্য একসঙ্গে ১০ জন গ্রাহককে প্যাকেজটি নিতে হবে। প্রতি গ্রাহক প্রতি সেকেন্ডে সর্বনিম্ন পাঁচ মেগাবাইট থেকে সর্বোচ্চ ১০ মেগাবাইট গতির ইন্টরনেট পাবেন। এছাড়াও ‘সবার জন্য ইন্টারনেট’ প্যাকেজের আওতায় ‘স্মাইল ব্রোঞ্জ ফ্লেক্সিবল’ এবং ‘স্মাইল ব্রোঞ্জ ইজি’ নামের আরও দু’টি সেবার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রথমটি পাঁচজন গ্রাহককে এই সেবা নিতে হবে যাতে প্রতিজনের খরচ হবে ৪০০ টাকা। আর দ্বিতীয়টিতে, প্রতিমাসে পাঁচশ টাকায় মাত্র দু’জন গ্রাহক সেবাটি নিতে পারবেন। Share this:FacebookX Related posts: ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ ও বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ তৈরি করতে হবে : রাষ্ট্রপতি ২০২৩ সালে স্যাটেলাইট-২ উৎক্ষেপণ : মোস্তাফা জব্বার ব্লু হোয়েলের চেয়েও ভয়ঙ্কর টিকটকের ‘স্কাল ব্রেকার’ আপনি করোনায় আক্রান্ত কিনা জানাবে ফেসবুক ছুটিতে বাড়ি গেছে ১ কোটি মোবাইল গ্রাহক ৫০ হাজার পিপিই ১০ হাজার টেস্টিং কিট দিচ্ছে গ্রামীণফোন চালু হলো পশুর ‘ডিজিটাল হাট’ প্রথম ধাপে ৫০টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন হবে: তথ্যমন্ত্রী ‘ফেসবুককে বাংলাদেশের আইন মানতে হবে’ অনুমতি ছাড়া পাঁচ কেজির বেশি ড্রোন ওড়ানো যাবে না শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কাজ দ্রুত শেষ করার নির্দেশ ফেসবুকের কল্যাণে দুর্গা ফিরে পেল পরিবার SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ‘সবার জন্যইন্টারনেট’ সেবাস্মাইল ব্রডব্যান্ড