দীর্ঘ ১১ মাস পর রোহিঙ্গা ক্যাম্পে ফের থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক পুনরায় চালু করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালু হয়। এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর খবর পেয়েছি। তবে এখনো সরকারিভাবে কোন নির্দেশনা আসেনি। জানা যায়, টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শুক্রবার সকাল থেকে পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালু হয়। গত বছরের ১০ সেপ্টেম্বর মোবাইল অপারেটর কোম্পানিগুলো সরকারের নির্দেশনার প্রেক্ষিতে টেকনাফ ও উখিয়া এলাকায় জন্য থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। এতে ক্যাম্পের আশপাশের স্থানীয়রা পড়ে বিপাকে। মারাত্মক নেটওয়ার্ক বিপর্যয়ের ফলে স্থানীয়রা জরুরী বিষয়ে কারও সাথে কথা বলতে পারতো না। ইন্টারনেট সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল। হঠাৎ করে নেটওয়ার্ক চালু হওয়ায় স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের পাশের গ্রাম নয়াপাড়া। ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য মো. আলী জানান, দীর্ঘ দিনের নেটওয়ার্ক বিড়ম্বনা থেকে রেহাই পেলাম। Share this:FacebookX Related posts: ‘সবার জন্য ইন্টারনেট’ সেবা নিয়ে স্মাইল ব্রডব্যান্ড দেশে অচিরেই ৫-জি প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক চালু হবে ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ ও বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ তৈরি করতে হবে : রাষ্ট্রপতি ২০২৩ সালে স্যাটেলাইট-২ উৎক্ষেপণ : মোস্তাফা জব্বার ব্লু হোয়েলের চেয়েও ভয়ঙ্কর টিকটকের ‘স্কাল ব্রেকার’ চালু হলো পশুর ‘ডিজিটাল হাট’ প্রথম ধাপে ৫০টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন হবে: তথ্যমন্ত্রী সাবমেরিন কেবল কাটা পড়ায় দেশের ইন্টারনেটে ধীরগতি ‘ফেসবুককে বাংলাদেশের আইন মানতে হবে’ অনুমতি ছাড়া পাঁচ কেজির বেশি ড্রোন ওড়ানো যাবে না শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কাজ দ্রুত শেষ করার নির্দেশ ফেসবুকের কল্যাণে দুর্গা ফিরে পেল পরিবার SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: দীর্ঘ ১১ মাস পরনেটওয়ার্ক চালুফের থ্রিজি ও ফোরজিরোহিঙ্গা ক্যাম্পে