আজ ভারতে ৬০০ কোটি টাকা পাঠাবে বাংলাদেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১ নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকার ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে প্রায় ৫০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনবে। সেই বাবদ প্রথম ধাপে ৬০০ কোটি টাকা ভারতে পাঠাবে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ রোববার (৩ জানুয়ারি) প্রথম চালানের ৫০ লাখ টিকার দাম বাবদ ৬০০ কোটি টাকা ব্যাংকে জমা করবে। বিনিময়ে সেরাম ইন্সটিটিউট একটা ব্যাংক গ্যারান্টি দেবে। শনিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এই প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুসারে যুক্তরাজ্য ও ভারতে অনুমোদনের পর বাংলাদেশে টিকা নিয়ে আসতে এখন আর কোনো বাধা নেই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, দ্রুতই দেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিশেষ কমিটির অনুমোদন দিয়ে দেবে। এর জন্য প্রয়োজনীয় সব কাগজ প্রস্তুত আছে। তিনি বলেন, চুক্তির ধারা অনুযায়ী তারা যদি আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশ অগ্রিম এই টাকা ফেরত নেবে। Share this:FacebookX Related posts: অগ্নিকাণ্ড ২০১৯: কেঁদেছে পুরো বাংলাদেশ! বহির্বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল : রাষ্ট্রপতি সীমান্ত হত্যার বন্ধুত্বপূর্ণ সমাধান চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স থেকে রাডার কিনছে বাংলাদেশ ‘ভারতে করোনার টিকা তৈরি হলে অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ’ করোনার টিকা কিনতে এডিবির সহযোগিতা পাবে বাংলাদেশ ফেরত সীমান্তে সুড়ঙ্গ খুঁজে পেয়েছে ভারত, জানে না বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ : তথ্যমন্ত্রী ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী টিকা চেয়েছে হাঙ্গেরি, ৫০০০ ডোজ দেবে বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর SHARES Matched Content জাতীয় বিষয়: আজ ভারতে ৬০০ কোটি টাকাপাঠাবেবাংলাদেশ