বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ অনলাইন ডেস্ক : যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ মহিলা সহ ৪ জন নিহত হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি নামক স্থানে শুক্রবার বিকেল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঢাকা ছেড়ে আসা আল মোবারক পরিবহনে যাত্রীবাহী বাস ঢাকা-মেট্রো-ব-১৫-৭২৩৫ এর সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-৩১-৭৮৭২ এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪জন নিহত ও ১জন গুরুতর আহত হয়। নিহতদের মধ্যে ৩ নারী ও ১ পুরুষ রয়েছে। আহত ১জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আল মোবারক পরিবহনে যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের উপরে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাইভেটকারটি বাড়ায় চালিত এটা নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ প্রশাসন। বেলাব থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় প্রেরণ করেছে। নিহতদের লাশ প্রাইভেটকারের সাথে পিষে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা যায়নি। বেলাব থানার ওসি সাফায়েত হোসেন জানান নিহতদের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। Share this:FacebookX Related posts: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: নিহত ৪বাস-প্রাইভেটকারসংঘর্ষে