রিকশাচালক হত্যা, কনস্টেবল হাসান ৪ দিনের রিমান্ডে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : রংপুরে প্রতিবন্ধী রিকশাচালক নাজমুল ইসলাম হত্যা মামলায় পুলিশ কনস্টেবল আবু তায়েফ ওরফে হাসান আলীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে মামলার অপর আসামি কনস্টেবলের স্ত্রী সাথী বেগমকে দুই কার্যদিবস জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলী আদালতের বিচারক আল মেহেবুব রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। কোর্ট ইন্সপেক্টর নাজমুল কাদের এ তথ্য জানিয়েছেন। গত বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে রংপুর নগরীর আশরতপুর কোর্টপাড়ার একটি বাড়ি থেকে প্রতিবন্ধী রিকশাচালক নাজমুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে ভাড়া থাকেন রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল আবু তায়েফ হাসান আলী। নিহত নাজমুল ইসলাম লালমনিরহাটের মুস্তফি অতিপুর এলাকার আশরাফ আলীর ছেলে। সে রংপুরে আশরতপুর ঈদগাহপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তার পায়ে সমস্যা থাকায় পুলিশ কনস্টেবল হাসান আলীর গ্যারেজ থেকে নেয়া ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন। ওই রিকশাটি গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) চুরি হয়ে যায়। এতে রিকশাচালক নাজমুলকে দুই দফায় মারধর করেন আবু তায়েফ হাসান আলী। এলাকাবাসীর সহায়তায় তাজহাট থানা পুলিশ ওই প্রতিবন্ধী রিকশাচালককে উদ্ধার করলেও পরে তাকে ছেড়ে দেন। কনস্টেবল আবু তায়েফ হাসান আলী রাস্তা থেকে রিকশাচালক নাজমুলকে ধরে নিয়ে গিয়ে তার নিজ বাড়িতে বেধড়ক পেটায়। পরদিন বুধবার দুপুরে স্থানীয়দের কাছে নাজমুল আত্মহত্যা করেছে বলে প্রচার করলে বিষয়টি জানাজানি হয়। বিকেলে কনস্টেবল হাসানের কোর্টপাড়ার ভাড়া বাসা থেকে নাজমুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী। ওইদিনই এলাকাবাসীর তোপের মুখে স্ত্রীসহ কনস্টেবল আবু তায়েফ হাসান আলীকে আটক করে থানায় নেয় পুলিশ। পরে রাতে নিহত নাজমুলের স্ত্রী শ্যামলী বেগম বাদি হয়ে হাসান ও তার স্ত্রীকে আসামি করে একটি মামলা করেন। গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে ইলাহী খান শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ এ বিষয়ে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন তাজহাট আমলী আদালতের বিচারক আল মেহেবুব। শুনানির সময় আসামিদের আদালতে নেয়া হয়নি। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, রিকশাচালক নাজমুলের ঝুলন্ত মরদেহ কনস্টেবল হাসান আলীর ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ভাবে মারধর ও আত্মহত্যার প্ররোচণার একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। Share this:FacebookX Related posts: তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার মিরপুরে ডিস ব্যবসায়ী হত্যায় ৯ জনের যাবজ্জীবন বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন শাহেদ সাহেদের জাতীয় পরিচয়পত্র স্থগিত প্রতারক সাহেদের মামলা তদন্ত করবে র্যাব ডেসটিনির চেয়ারম্যান-এমডিকে জামিন দেননি হাইকোর্ট জাহালমের ক্ষতিপূরণের রায় স্থগিত চেয়ে ব্র্যাক ব্যাংকের আবেদন ইরফান সেলিমের মামলা বিচারাধীন, এখনই মন্তব্য নয়: র্যাব ডিজি পি কে হালদারের বান্ধবী অবন্তিকা ৩ দিনের রিমান্ডে বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারিতে জামিনে মুক্ত ৬ সাবেক এমডিসহ ২২ কর্মকর্তা SHARES Matched Content আইন আদালত বিষয়: ৪ দিনের রিমান্ডেকনস্টেবল হাসানরিকশাচালক হত্যা