করোনায় প্রায় ১৯ হাজার পুলিশ সদস্য আক্রান্ত, মৃত্যু ৮২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে পেশাগত দায়িত্ব পালনে বহু পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। সর্বশেষ রোববার (২৭ ডিসেম্বর) পর্যন্ত ডিএমপিসহ দেশের বিভিন্ন ইউনিটে লকডাউনসহ বিভিন্ন সময় নিরাপত্তা দিতে গিয়ে পুলিশের বিভিন্ন পদ মর্যাদার ১৮ হাজার ৮১১ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮২ জন। এখনো চিকিৎসাধীন আছেন ৩১৭ জন। মোট আক্রান্ত ১৮ হাজার ৮১১ জনের মধ্যে অতিরিক্ত আইজিপি ৬ জন, ডিআইজি ১০ জন, অতিরিক্ত ডিআইজি ১৯ জন, পুলিশ সুপার ১১২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১৮৭ জন, সহকারী পুলিশ সুপার ২২৮ জন, ইন্সপেক্টর ৯৫৭ জন, এসআই তিন হাজার ৭ জন, এএসআই ২ হাজার ৮৩৫ জন, নায়েক ৫৫০ জন, কনস্টেবল ৮ হাজার ৮২৩, অন্যান্য ২ হাজার ৭৭ জন। রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাধারণ মানুষকে সচেতন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজে আক্রান্ত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোট তিন হাজার ১৭৮ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১১১ জন। এতে মারা গেছেন ২৫ জন। এছাড়া এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪২ জন। আক্রান্তদের মধ্যে যুগ্ম-কমিশনার তিন জন, উপপুলিশ কমিশনার ১৬ জন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ৫০ জন, সহকারী পুলিশ কমিশনার ২৯ জন, ইন্সপেক্টর ১৮০ জন, এসআই ৫৮৮ জন, এএসআই ৫০৫ জন, নায়েক ১০৭ জন, কনস্টেবল এক হাজার ৫৫৩ জন ও অন্যান্য ১৪৭ জন। Share this:FacebookX Related posts: বাংলাদেশে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত শেখ হাসিনার সমবেদনা: করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত দেশে করোনায় নতুন করে আক্রান্ত আরও ৫৪ জন, মৃতের সংখ্যা বেড়ে ২০ আক্রান্ত ২১৮ পুলিশ সদস্যের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন আইজিপি করোনায় আক্রান্ত অর্ধেকেরও বেশি সুস্থ দেশে আরও ২৭ মৃত্যু, বেড়েছে আক্রান্ত করোনায় দেশে মৃত্যু বেড়েছে, আক্রান্ত ১৭৬৭ করোনাভাইরাসে আক্রান্ত হুইপ সামশুল হক চৌধুরী করোনা আক্রান্ত ৫৬৯ জন লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত করোনায় আক্রান্ত ৪৪৩ জন SHARES Matched Content জাতীয় বিষয়: আক্রান্তকরোনায় প্রায় ১৯ হাজার পুলিশমৃত্যু ৮২সদস্য